চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার হত্যার ঘটনার অন্যতম আসামি মাসুদ রানাকে (২৫) কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে শনিবার সকাল সকাল ৮টার পর মামলা মামলা দিয়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। দুপরে তাঁকে আদালতে তোলা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড পাড়ার বিল্লাল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার সকালে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। এতে মাসুদ রানার নামসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত হিসেবে আরও ৪ / ৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্দেহের তালিকায় থাকা মাসুদকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার হয়। শনিবার দুপুরে তাঁকে আমলি আদালতে তোলা হয়। এ সময় আদালতের বিচারক তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) হাদীউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে আদালতে তোলা হয়েছে। সেখানে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আসামি। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার মাঠপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার হত্যার ঘটনার অন্যতম আসামি মাসুদ রানাকে (২৫) কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে শনিবার সকাল সকাল ৮টার পর মামলা মামলা দিয়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। দুপরে তাঁকে আদালতে তোলা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড পাড়ার বিল্লাল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার সকালে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। এতে মাসুদ রানার নামসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত হিসেবে আরও ৪ / ৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্দেহের তালিকায় থাকা মাসুদকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার হয়। শনিবার দুপুরে তাঁকে আমলি আদালতে তোলা হয়। এ সময় আদালতের বিচারক তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) হাদীউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে আদালতে তোলা হয়েছে। সেখানে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আসামি। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার মাঠপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৫ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৫ ঘণ্টা আগে