Ajker Patrika

অবরোধের প্রভাব পড়েছে সুন্দরবনে, কমেছে পর্যটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৯: ২৩
অবরোধের প্রভাব পড়েছে সুন্দরবনে, কমেছে পর্যটক

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রভাব পড়েছে বাগেরহাটের শরণখোলার পূর্ব সুন্দরবনে। বছরের এই সময় পর্যটন মৌসুম হলেও প্রায় পর্যটকশূন্য। ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের প্রাণ-প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দেশি-বিদেশি পর্যটক। কিন্তু বিগত কয়েক দিনের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেখা মিলছে না ভ্রমণপিপাসুদের। 

সুন্দরবনের ট্যুরিজম ব্যবসায়ী রহিম হাওলাদার, রাসেল বয়াতী জানান, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে এখানকার পর্যটনের ভরা মৌসুম। কিন্তু এ বছর অক্টোবরের শেষে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন কর্মসূচি, হরতাল-অবরোধের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের পর্যটন খাতে। সহিংসতার আশঙ্কায় ভ্রমণে আগ্রহ হারিয়েছেন দেশি-বিদেশি পর্যটকেরা। 

একাধিক ট্যুর অপারেটর জানান, হরতাল-অবরোধের কারণে তাঁদের সব শিডিউল স্থগিত হয়ে গেছে। রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত বুকিং পাওয়ার সম্ভাবনাও নেই। এতে তাঁরা বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন। 

সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বলেন, প্রতিদিনই সুন্দরবন দেখতে আসেন ৩০০ থেকে ৫০০ পর্যটক। কিন্তু হঠাৎ করে হরতাল-অবরোধ শুরু হওয়ায় স্থানীয় আশপাশের তেমন কোনো পর্যটকও নেই। আজ দুপুর পর্যন্ত মাত্র ৭ থেকে ১২ জন এসেছেন। অথচ এমন দিনগুলো শত শত পর্যটকের ভিড় লেগেই থাকত। প্রতিবছর শীত মৌসুমের পর বিভিন্ন উৎসবে পর্যটকে ঠাসা থাকে সুন্দরবন। কিন্তু এবারের চিত্র ভিন্ন হতে পারে। 

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা সুন্দরবনে আসেন। কিন্তু হরতাল-অবরোধের কারণে তারা আসতে পারছেন না। এতে পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত