বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মহাসড়কের পাশ থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। আজ বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর টোল প্লাজা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা অঞ্চলের সম্পত্তি ও আইন কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী সচিব পিযুষ চন্দ্র দের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় সওজ অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে টোল প্লাজার দক্ষিণ পাশ, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কের দুই পাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে, দশানীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চালানো হবে বলে সওজের কর্মকর্তারা জানিয়েছেন। সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, দুই দিনে বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে এই অভিযান চালানো হবে।
আশরাফুল ইসলাম বলেন, ‘সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকানঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছে। সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া কিছু কিছু জায়গায় প্রভাবশালীরা পাকা-আধা পাকা স্থাপনা নির্মাণ করেছেন। আবার অনেকে টংঘর তৈরি করে দোকান দিয়েছেন। আমরা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করব। আজকে সারা দিনে দুই শতাধিক স্থাপনা উদ্ধার করেছি। আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চলবে।’
পিযুষ চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এরপরও যাঁরা স্থাপনা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারেন, সে জন্য তদারকি করা হবে।
বাগেরহাটে মহাসড়কের পাশ থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। আজ বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর টোল প্লাজা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা অঞ্চলের সম্পত্তি ও আইন কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী সচিব পিযুষ চন্দ্র দের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় সওজ অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে টোল প্লাজার দক্ষিণ পাশ, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কের দুই পাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে, দশানীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চালানো হবে বলে সওজের কর্মকর্তারা জানিয়েছেন। সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, দুই দিনে বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে এই অভিযান চালানো হবে।
আশরাফুল ইসলাম বলেন, ‘সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকানঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছে। সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া কিছু কিছু জায়গায় প্রভাবশালীরা পাকা-আধা পাকা স্থাপনা নির্মাণ করেছেন। আবার অনেকে টংঘর তৈরি করে দোকান দিয়েছেন। আমরা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করব। আজকে সারা দিনে দুই শতাধিক স্থাপনা উদ্ধার করেছি। আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চলবে।’
পিযুষ চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এরপরও যাঁরা স্থাপনা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারেন, সে জন্য তদারকি করা হবে।
খুলনা অঞ্চলে সম্প্রতি অতিবৃষ্টির কারণে প্রায় ২ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। এতে ৩০ হাজারের বেশি কৃষকের ১০০ কোটি টাকার ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
৫ মিনিট আগেসুশৃঙ্খলভাবে যান চলাচল ও পথচারী পারাপারে গত এপ্রিলে ঘটা করে রাজধানীর কয়েক জায়গায় চালু করা হয় ম্যানুয়াল পদ্ধতির সিগন্যাল বাতি। তবে দুই মাস যেতে না যেতেই সে প্রক্রিয়া কার্যত মুখ থুবড়ে পড়েছে। পথচারীরা তেমন একটা ব্যবহার করছেন না এ পদ্ধতি। কয়েকটি পয়েন্টে যান্ত্রিক ব্যবস্থাটি নিষ্ক্রিয়ও দেখা গেছে।
১০ মিনিট আগেশতবর্ষী পুকুর আড়াআড়িভাবে ভরাট করে রাস্তা বানানো হয়। দুই পাশে বাঁশের খুঁটি দিয়ে এই রাস্তা তৈরির পর এবার পুকুর ভরাটের আয়োজন। চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ডের পশ্চিম মোহরা সেলিমার বাড়ি এলাকায় এভাবেই শতবর্ষী পুকুর ভরাট করা হচ্ছে। ১৬ শতক আয়তনের পুকুর ভরাটে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ...
১৩ মিনিট আগেসেলিম ওরফে চুয়া সেলিম। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এই বাসিন্দার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদকের ৩৫টি মামলা রয়েছে। গত ৮ জানুয়ারি রাতে যৌথ বাহিনী একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের চার মাসের মাথায় জামিনে মুক্তি পেয়ে তিনি লাপাত্তা।
১৯ মিনিট আগে