আবুল আহসান টিটু, ফকিরহাট (বাগেরহাট)
বাগেরহাটের ফকিরহাটে পানের বাজারে ধস নেমেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন পানচাষিরা। বৈরী আবহাওয়ায় বরজ নষ্টের পর পানের দামও কমে যাওয়ায় ভবিষ্যতে পান চাষের বিষয়েও আগ্রহ হারিয়ে ফেলছেন তাঁরা।
আজ বুধবার উপজেলার টাউন নওয়াপাড়া, চুলকাঠি, ফকিরহাট সদর ও মানসা বাজার ঘুরে পানের দরপতনের এ চিত্র দেখা গেছে।
ফকিরহাটের একাধিক পান চাষি জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বরজ নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে তাঁরা আগেভাগে পান তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছেন। কিন্তু দেখা যায় কেউ পান কিনতে চাচ্ছে না। প্রতি পোন (৮০ টি) বড় আকারের পান ৬০ থেকে ৭০ টাকা বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া মাঝারি আকারের পান ৩০ থেকে ৪০ টাকা এবং ছোট আকারের পান ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ অন্য সময় এর অন্তত তিনগুণ দাম পাওয়া যায়।
ক্ষতিগ্রস্ত পানচাষিরা জানান, মাস তিনেক আগে তীব্র দাবদাহে বরজের ব্যাপক ক্ষতি হয়েছিল। এটা কাটিয়ে উঠতে না উঠতে অতিবৃষ্টির কবলে পড়ে পান চাষিরা একরকম সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পানের হাট টাউন নোয়াপাড়া বাজারের ইজারাদার মোশা মেম্বার বলেন, ‘মধ্যপ্রাচ্য ও ইউরোপে পান রপ্তানি বন্ধ রয়েছে। ফলে পাইকারদের পান কেনার চাহিদা কমে গেছে। তা ছাড়া বৈরী আবহাওয়ায় বরজের পান নষ্ট হওয়ায় চাষিরা দ্রুত পান কেটে বাজারে নিয়ে আসছেন। পাইকার কম থাকায় ও জোগান বেশি হওয়ায় পানের দাম একেবারে কমে গিয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে পান চাষিদের ক্ষতি হয়েছে। পানের দাম কমে যাওয়ায় তা আরও তীব্রতর হয়েছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে পানচাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।’
বাগেরহাটের ফকিরহাটে পানের বাজারে ধস নেমেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন পানচাষিরা। বৈরী আবহাওয়ায় বরজ নষ্টের পর পানের দামও কমে যাওয়ায় ভবিষ্যতে পান চাষের বিষয়েও আগ্রহ হারিয়ে ফেলছেন তাঁরা।
আজ বুধবার উপজেলার টাউন নওয়াপাড়া, চুলকাঠি, ফকিরহাট সদর ও মানসা বাজার ঘুরে পানের দরপতনের এ চিত্র দেখা গেছে।
ফকিরহাটের একাধিক পান চাষি জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বরজ নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে তাঁরা আগেভাগে পান তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছেন। কিন্তু দেখা যায় কেউ পান কিনতে চাচ্ছে না। প্রতি পোন (৮০ টি) বড় আকারের পান ৬০ থেকে ৭০ টাকা বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া মাঝারি আকারের পান ৩০ থেকে ৪০ টাকা এবং ছোট আকারের পান ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ অন্য সময় এর অন্তত তিনগুণ দাম পাওয়া যায়।
ক্ষতিগ্রস্ত পানচাষিরা জানান, মাস তিনেক আগে তীব্র দাবদাহে বরজের ব্যাপক ক্ষতি হয়েছিল। এটা কাটিয়ে উঠতে না উঠতে অতিবৃষ্টির কবলে পড়ে পান চাষিরা একরকম সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পানের হাট টাউন নোয়াপাড়া বাজারের ইজারাদার মোশা মেম্বার বলেন, ‘মধ্যপ্রাচ্য ও ইউরোপে পান রপ্তানি বন্ধ রয়েছে। ফলে পাইকারদের পান কেনার চাহিদা কমে গেছে। তা ছাড়া বৈরী আবহাওয়ায় বরজের পান নষ্ট হওয়ায় চাষিরা দ্রুত পান কেটে বাজারে নিয়ে আসছেন। পাইকার কম থাকায় ও জোগান বেশি হওয়ায় পানের দাম একেবারে কমে গিয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে পান চাষিদের ক্ষতি হয়েছে। পানের দাম কমে যাওয়ায় তা আরও তীব্রতর হয়েছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে পানচাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।’
রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন নড়াই খাল যেন মশার কারখানায় পরিণত হয়েছে। খালটির স্থির পানিতে সারা বছরই চোখে পড়ে মশার লার্ভা। নিকটবর্তী জিরানি খালেরও একই দশা। এতে খাল দুটি হয়ে উঠছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত অন্যান্য রোগ বিস্তারের উৎস। মশার উৎপাতে অতিষ্ঠ এ দুটি খালসংলগ্ন বনশ্রী, আফতাবনগর ও নন্দীপাড়া
১৪ মিনিট আগেমৎস্য ও বন্য প্রাণীর প্রজনন, বংশ বৃদ্ধি ও বিচরণ কার্যক্রমের সুরক্ষার জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনজীবীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এই সময়ে থেমে নেই হরিণশিকারিরা। তাঁরা নানা কৌশলে বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে মাংস বিক্রি করছেন চড়া দামে। চোরা শিকারিদের দৌরাত্ম
৩৮ মিনিট আগেবগুড়ায় প্রতিবছর কমছে অর্থকরী ফসল পাট চাষ। গত চার বছরে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ কমেছে। কৃষকেরা বলছেন, খরচ বেশি আর দাম কম পাওয়ায় পাট চাষে তাঁদের আগ্রহ কমছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উন্মুক্ত জলাশয় কমে যাওয়ার কারণে পাট জাগ দেওয়া প্রধান সমস্যা। যার কারণে পাট চাষ প্রতিবছর কমে
৪২ মিনিট আগেরাজধানী ঢাকায় বর্তমানে চলা প্রায় ২৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার মধ্যে অন্তত ৫ হাজার অবৈধ। বৈধ রেজিস্ট্রেশন, রুট পারমিটসহ দরকারি কাগজপত্র ছাড়াই এগুলো চলছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি ডিটিসিএতে এক সভায় রাজধানীতে বৈধ সিএনজিচালি
১ ঘণ্টা আগে