Ajker Patrika

শ্যামনগরে আ.লীগ ও যুবদল কর্মীদের হামলায় ছাত্র সমন্বয়ক আহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২১: ১১
শ্যামনগরে আ.লীগ ও যুবদল কর্মীদের হামলায় ছাত্র সমন্বয়ক আহত

সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ ও যুবদল কর্মীদের হামলায় শরিফুল ইসলাম (২৩) নামের এক ছাত্র সমন্বয়ক আহত হয়েছেন। এ সময় তাঁর ভাই, ভাতিজা ও চাচা আহত হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের নকিপুর বাজারে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানা-পুলিশ হামলায় নেতৃত্বদানকারী আওয়ামী লীগ কর্মী কামাল হোসেনকে আটক করেছে।

কালীগঞ্জ ডিগ্রি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র শরিফুল ইসলাম চণ্ডীপুর গ্রামের ওয়েজকুরুনী গাজীর ছেলে। তিনি সাম্প্রতিক ছাত্র আন্দোলনে সমন্বয়ক ছিলেন।

শরিফুলের বাবা ওয়েজকুরুনী গাজী বলেন, রাত ৮টার দিকে তিনি নিজের দোকানের ভাড়াটিয়া কামাল হোসেনের কাছে বকেয়া বিদ্যুতের বিল চাইতে যান। এ সময় বিল না দিয়ে বরং তাঁকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তাঁর ছেলে শরিফুল ও ফরিদ গেলে সেখানে অবস্থানরত যুবদল কর্মী হাফিজুলসহ অন্যরা তাঁর ছেলেদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। তাতে শরিফুল ছাড়াও তাঁর ভাই ফরিদ, ভাইপো নাজমুল ও চাচা আব্বাস আলী গুরুতর আহত হন। এ ঘটনায় রাতেই আওয়ামী লীগের কর্মী কামাল, যুবদল কর্মী হাফিজুলসহ কামাল, জাকির, সাইফুল, আব্দুল্লাহর নাম উল্লেখ করে মামলা করেছেন।

এ বিষয়ে জানতে হাফিজুলের সঙ্গে যোগযোগ করতে চাইলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে কামাল হোসেন বলেন, দুজনের হাতাহাতির সময় হাফিজুল কেন সংঘর্ষে জড়িয়েছিল, বিষয়টি তাঁর জানা নেই।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ছাত্র সমন্বয়কের ওপর হামলার ঘটনায় তাঁর বাবা পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। ইতিমধ্যে অন্যতম আসামি কামালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত