Ajker Patrika

বাংলাদেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৫, ২০: ২২
ঝিনাইদহের শৈলকুপায় ইফতার মাহফিলে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান । ছবি: আজকের পত্রিকা
ঝিনাইদহের শৈলকুপায় ইফতার মাহফিলে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান । ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তাঁর নেতা-কর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছেন। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের অনেক নেতা বুভুক্ষু অবস্থায় থেকেছে। আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে।’

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় ইফতার মাহফিলে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ ইফতার মাহফিলের আয়োজন করে।

এতে বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। কামাল মজুমদার নাকি বলেছেন, “আমি আর জীবনে আওয়ামী লীগ করব না।” এমন অনেক নেতাই বলা শুরু করেছে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি করতে দেব না। এই বাংলাদেশে দিনের ভোট আর রাতে হবে না। কেউ আর নিজের ভোট দিতে গিয়ে আতঙ্কগ্রস্ত থাকবে না। এটা আমাদের অঙ্গীকার। এসব অঙ্গীকার বাস্তবায়ন করতে আপনাদের পাশে চেয়েছি, আপনাদের সহযোগিতা চেয়েছি। যেকোনো সংগ্রামে আমি আপনাদের পাশে থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত