ঝিনাইদহ প্রতিনিধি
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তাঁর নেতা-কর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছেন। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের অনেক নেতা বুভুক্ষু অবস্থায় থেকেছে। আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে।’
শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় ইফতার মাহফিলে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ ইফতার মাহফিলের আয়োজন করে।
এতে বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। কামাল মজুমদার নাকি বলেছেন, “আমি আর জীবনে আওয়ামী লীগ করব না।” এমন অনেক নেতাই বলা শুরু করেছে।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি করতে দেব না। এই বাংলাদেশে দিনের ভোট আর রাতে হবে না। কেউ আর নিজের ভোট দিতে গিয়ে আতঙ্কগ্রস্ত থাকবে না। এটা আমাদের অঙ্গীকার। এসব অঙ্গীকার বাস্তবায়ন করতে আপনাদের পাশে চেয়েছি, আপনাদের সহযোগিতা চেয়েছি। যেকোনো সংগ্রামে আমি আপনাদের পাশে থাকব।’
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তাঁর নেতা-কর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছেন। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের অনেক নেতা বুভুক্ষু অবস্থায় থেকেছে। আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে।’
শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় ইফতার মাহফিলে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ ইফতার মাহফিলের আয়োজন করে।
এতে বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। কামাল মজুমদার নাকি বলেছেন, “আমি আর জীবনে আওয়ামী লীগ করব না।” এমন অনেক নেতাই বলা শুরু করেছে।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি করতে দেব না। এই বাংলাদেশে দিনের ভোট আর রাতে হবে না। কেউ আর নিজের ভোট দিতে গিয়ে আতঙ্কগ্রস্ত থাকবে না। এটা আমাদের অঙ্গীকার। এসব অঙ্গীকার বাস্তবায়ন করতে আপনাদের পাশে চেয়েছি, আপনাদের সহযোগিতা চেয়েছি। যেকোনো সংগ্রামে আমি আপনাদের পাশে থাকব।’
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
৪ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
৪ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
৪ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
৪ ঘণ্টা আগে