যশোরের মনিরামপুরে টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রশংসাপত্র দিতে টাকা নিচ্ছেন প্রধান শিক্ষক। সদ্য এসএসসি পাস করে কলেজে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র দেওয়ার নামে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। নির্ধারিত টাকা না দিলে দেওয়া হচ্ছে না প্রশংসাপত্র—বলেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
অফিস সহকারী শুকুর আলী ও গার্ড নাজমুল হাসান নয়নের মাধ্যমে এই টাকা নিচ্ছেন প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র। এমনকি প্রধান শিক্ষক ৩০০ টাকা করে নেওয়ার কথা স্বীকার করেছেন।
এদিকে অনেক শিক্ষার্থী এ নিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিচ্ছে। সুদীপ্ত মণ্ডল নামে এক শিক্ষার্থী নিজের ফেসবুকে স্ট্যাটাস দেয়, ‘স্কুলে প্রশংসাপত্র আনতে গিয়ে জানতে পারি, আমার চরিত্রের দাম ৩০০ টাকা।’
জয়নাল আবেদীন নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘আমার ছেলে টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৪ সালে মানবিক বিভাগে এসএসসি পাস করেছে। ছেলেকে কলেজে ভর্তি করাব। এ জন্য বিদ্যালয় থেকে প্রশংসাপাত্র ও ট্রান্সক্রিপ্ট লাগবে। শিক্ষকেরা ৩০০ টাকা দাবি করেছেন। আমি সম্মানসূচক ১০০ টাকা দিতে চেয়েছি। কিন্তু আমার ছেলেকে ৩০০ টাকা দিয়েই প্রশংসাপত্র আনতে হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, এই বিদ্যালয় থেকে চলতি বছর ৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩৮ জন পাস করেছে। পাস করা শিক্ষার্থীরা অনেকে কলেজে ভর্তি হওয়ার জন্য বিদ্যালয় থেকে প্রশংসাপত্র ও ট্রান্সক্রিপ্ট আনতে গেছে। বিদ্যালয়ের অফিস সহকারী শুকুর আলী তাদের কাছে ৩০০ টাকা দাবি করেন। দাবি করা টাকা গার্ড নয়নের হাতে দিয়ে প্রশংসাপত্র আনতে হচ্ছে শিক্ষার্থীদের।
নাজমুল হাসান নয়ন বলেন, ‘অফিস সহকারী শুকুর আলী ব্যস্ত থাকায় টাকা তোলার দায়িত্ব আমাকে দিয়েছে। এ পর্যন্ত ২৪ জন শিক্ষার্থী প্রশংসাপত্র নিয়েছে। তার মধ্যে ২২ জন ৩০০ টাকা করে দিয়েছে। একজন দিয়েছে ১৫০ টাকা। একজন কোনো টাকা দেয়নি। যে টাকা উঠেছে, সবটাই হিসাব করে শুকুর আলীর কাছে জমা দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে শুকুর আলী বলেন, ‘আমি কিছু বলতে পারব না। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। আমাদের চাকরি করতে হয়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র বলেন, ‘আমরা ট্রান্সক্রিপ্ট বাবদ কোনো টাকা নিচ্ছি না। প্রশংসাপত্রের জন্য ৩০০ করে টাকা নিচ্ছি।’
প্রশংসাপত্রের ৩০০ টাকা সরকারনির্ধারিত কি না, জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ‘এটা সরকার নির্ধারণ করে দেয়নি। আমরা নিচ্ছি।’
টাকা নেওয়ার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র বলেন, ‘বিদ্যালয়ে ফ্যান ও বিদ্যুৎ বিল আছে। এসব কারণে টাকা নেওয়া হচ্ছে।’
যেসব শিক্ষার্থী প্রশংসাপত্র নিচ্ছে, তারা তো আর এই বিদ্যালয়ে পড়বে না। তারা বিদ্যুৎ খরচ বহন করবে কেন—এমন প্রশ্নে প্রধান শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নে ওদের দায়িত্ব আছে।’
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ সরকারকে একাধিকবার মোবাইল ফোনে কলা করা হয়েছে। তিনি কল ধরেননি।
যশোরের মনিরামপুরে টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রশংসাপত্র দিতে টাকা নিচ্ছেন প্রধান শিক্ষক। সদ্য এসএসসি পাস করে কলেজে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র দেওয়ার নামে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। নির্ধারিত টাকা না দিলে দেওয়া হচ্ছে না প্রশংসাপত্র—বলেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
অফিস সহকারী শুকুর আলী ও গার্ড নাজমুল হাসান নয়নের মাধ্যমে এই টাকা নিচ্ছেন প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র। এমনকি প্রধান শিক্ষক ৩০০ টাকা করে নেওয়ার কথা স্বীকার করেছেন।
এদিকে অনেক শিক্ষার্থী এ নিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিচ্ছে। সুদীপ্ত মণ্ডল নামে এক শিক্ষার্থী নিজের ফেসবুকে স্ট্যাটাস দেয়, ‘স্কুলে প্রশংসাপত্র আনতে গিয়ে জানতে পারি, আমার চরিত্রের দাম ৩০০ টাকা।’
জয়নাল আবেদীন নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘আমার ছেলে টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৪ সালে মানবিক বিভাগে এসএসসি পাস করেছে। ছেলেকে কলেজে ভর্তি করাব। এ জন্য বিদ্যালয় থেকে প্রশংসাপাত্র ও ট্রান্সক্রিপ্ট লাগবে। শিক্ষকেরা ৩০০ টাকা দাবি করেছেন। আমি সম্মানসূচক ১০০ টাকা দিতে চেয়েছি। কিন্তু আমার ছেলেকে ৩০০ টাকা দিয়েই প্রশংসাপত্র আনতে হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, এই বিদ্যালয় থেকে চলতি বছর ৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩৮ জন পাস করেছে। পাস করা শিক্ষার্থীরা অনেকে কলেজে ভর্তি হওয়ার জন্য বিদ্যালয় থেকে প্রশংসাপত্র ও ট্রান্সক্রিপ্ট আনতে গেছে। বিদ্যালয়ের অফিস সহকারী শুকুর আলী তাদের কাছে ৩০০ টাকা দাবি করেন। দাবি করা টাকা গার্ড নয়নের হাতে দিয়ে প্রশংসাপত্র আনতে হচ্ছে শিক্ষার্থীদের।
নাজমুল হাসান নয়ন বলেন, ‘অফিস সহকারী শুকুর আলী ব্যস্ত থাকায় টাকা তোলার দায়িত্ব আমাকে দিয়েছে। এ পর্যন্ত ২৪ জন শিক্ষার্থী প্রশংসাপত্র নিয়েছে। তার মধ্যে ২২ জন ৩০০ টাকা করে দিয়েছে। একজন দিয়েছে ১৫০ টাকা। একজন কোনো টাকা দেয়নি। যে টাকা উঠেছে, সবটাই হিসাব করে শুকুর আলীর কাছে জমা দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে শুকুর আলী বলেন, ‘আমি কিছু বলতে পারব না। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। আমাদের চাকরি করতে হয়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র বলেন, ‘আমরা ট্রান্সক্রিপ্ট বাবদ কোনো টাকা নিচ্ছি না। প্রশংসাপত্রের জন্য ৩০০ করে টাকা নিচ্ছি।’
প্রশংসাপত্রের ৩০০ টাকা সরকারনির্ধারিত কি না, জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ‘এটা সরকার নির্ধারণ করে দেয়নি। আমরা নিচ্ছি।’
টাকা নেওয়ার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র বলেন, ‘বিদ্যালয়ে ফ্যান ও বিদ্যুৎ বিল আছে। এসব কারণে টাকা নেওয়া হচ্ছে।’
যেসব শিক্ষার্থী প্রশংসাপত্র নিচ্ছে, তারা তো আর এই বিদ্যালয়ে পড়বে না। তারা বিদ্যুৎ খরচ বহন করবে কেন—এমন প্রশ্নে প্রধান শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নে ওদের দায়িত্ব আছে।’
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ সরকারকে একাধিকবার মোবাইল ফোনে কলা করা হয়েছে। তিনি কল ধরেননি।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
২ মিনিট আগেঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলায় বাসচাপায় মাদারীপুরের একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় ক্ষতিপূরণ ও অভিযুক্ত চালকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন এলাকাবাসী।
৪ মিনিট আগেরাজধানীর হাতিরঝিল এলাকায় কক্সবাজারের হোটেল সি প্যালেসের মালিক এ এস এম আলাউদ্দিন ভূঁইয়ার বাসায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লাখ টাকা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. উজ্জ্বল (৩১)। তিনি ভুক্তভোগীর বাসায় তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।
১১ মিনিট আগেরাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাঠবোঝাই ট্রাক্টর উল্টে খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আর্যপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) লেত্তোউদো (৩৫)।
১১ মিনিট আগে