Ajker Patrika

চুরি করতে গিয়ে ধরা পড়ে হিজড়াকে খুন করেন ‘বন্ধু’ 

আপডেট : ২৯ জুন ২০২৪, ২২: ৪১
চুরি করতে গিয়ে ধরা পড়ে হিজড়াকে খুন করেন ‘বন্ধু’ 

যশোরের মনিরামপুরে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে (হিজড়া) কুপিয়ে হত্যার ঘটনায় রমজান আলী বাবু (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ছুরি বাবুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার বিকেলে যশোর শহরতলির মুড়োলি মোড় থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় বাবুকে গ্রেপ্তার করেন ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম। এরপর সন্ধ্যায় বাবুকে নিয়ে তাঁর কামালপুরের বাড়িতে যায় পুলিশ। সেখান থেকে পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে। বাবু মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। 

ডিবির উপপরিদর্শক মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার বাবু পুলিশকে জানিয়েছেন, হিজড়া পলির সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সূত্রে পলির মাছনা মোড়ল পাড়ার বাড়িতে যাতায়াত ছিল বাবুর। পলি ওই বাড়িতে একাই থাকতেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পলির ফোন পেয়ে তার বাড়িতে যান বাবু। 

বাবু জানিয়েছেন, সেখানে অন্তরঙ্গতার পর পলি ঘুমিয়ে পড়লে তিনি চুরির উদ্দেশ্যে ওই ঘরের মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকেন। একপর্যায়ে পলির ঘুম ভেঙে গেলে তিনি তাকে জড়িয়ে ধরে পুলিশে দিতে চান। তখন ছাড়া পেতে বাবু নিজের কাছে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পলিকে হত্যা করে পালিয়ে যান। 

বাবু আরও জানিয়েছেন, পলির ঘরে চুরির পরিকল্পনা তার দীর্ঘদিনের। কিন্তু পলিকে হত্যার কোনো পরিকল্পনা তাঁর ছিল না। 

 রমজান আলী বাবু। ছবি: সংগৃহীতএসআই মফিজুল ইসলাম বলেন, পলিকে হত্যা করে চুরির মালামাল নিয়ে পালাতে যশোর শহরে আসেন বাবু। পলির মোবাইলে পাওয়া বাবুর নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

সূত্রমতে, মনিরামপুরের খানপুর ইউনিয়নের ঘুঘুদা গ্রামের আব্দুল খালেক গাজীর সন্তান পলি। বেশ কয়েক বছর ধরে বাবার ভিটা ছেড়ে পলি একই ইউনিয়নের মাছনা মোড়ল পাড়ায় পাকা বাড়ি করে সেখানে একাই বসবাস করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে পলির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে মনিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত