Ajker Patrika

আশাশুনিতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ২ ওমরাহ যাত্রী নিহত, আহত ৩ 

সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনিতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ২ ওমরাহ যাত্রী নিহত, আহত ৩ 

সাতক্ষীরার আশাশুনিতে পিকআপ ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে দুই ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন যাত্রী। আজ শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী। তিনি বলেনে, ‘আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) এবং একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫)। তাঁরা দুজনেই সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। 

ওসি বিশ্বজিৎ অধিকারী জানান, সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার উদ্দেশ্যে পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মিজানুর রহমান (৪৭), রেশমা খাতুন (৩৯), আছিয়া খাতুন (৫৫), হুমায়ুন কবির (৪৮) ও ফজিলা খাতুন (৬০) ইজিবাইকে সাতক্ষীরায় আসছিলেন। সাতক্ষীরা থেকে তাঁদের ঢাকায় যাওয়ার কথা ছিল। তাঁদের বহনকারী ইজিবাইকটি নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌঁছালে সাতক্ষীরার দিক থেকে আসা মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা নিহত হন। গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে আছিয়া মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত