খুবি প্রতিনিধি
টানা বৃষ্টিতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। তবে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা বৃষ্টিতে সৃষ্ট তাঁদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি হলের দায়িত্বরত কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ময়ূর নদের পানি উপচে পড়ছে। ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং হলের কক্ষে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। এই দুর্ভোগ লাঘবে দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বৃষ্টি বন্ধ হলে বিশ্ববিদ্যালয় থেকে পানি নদীতে নেমে যাবে। তখন সমস্যা অনেকটাই কমে যাবে। তবে আপাতত হলের কক্ষ থেকে পানি বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ সময় খানজাহান আলী হলের সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মুহিব্বুল্লাহসহ হলের আবাসনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ড. মো. রেজাউল করিম ময়ূর নদের পানি যাওয়ার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের সংযোগ খাল পরিদর্শন করেন। এ সময় তিনি খালের বিভিন্ন অংশ দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা–দোকানমালিকদের সঙ্গে কথা বলেন এবং পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ করেন। তিনি এ বিষয়ে জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেওয়া হবে বলেও জানান।
টানা বৃষ্টিতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। তবে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা বৃষ্টিতে সৃষ্ট তাঁদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি হলের দায়িত্বরত কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ময়ূর নদের পানি উপচে পড়ছে। ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং হলের কক্ষে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। এই দুর্ভোগ লাঘবে দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বৃষ্টি বন্ধ হলে বিশ্ববিদ্যালয় থেকে পানি নদীতে নেমে যাবে। তখন সমস্যা অনেকটাই কমে যাবে। তবে আপাতত হলের কক্ষ থেকে পানি বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ সময় খানজাহান আলী হলের সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মুহিব্বুল্লাহসহ হলের আবাসনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ড. মো. রেজাউল করিম ময়ূর নদের পানি যাওয়ার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের সংযোগ খাল পরিদর্শন করেন। এ সময় তিনি খালের বিভিন্ন অংশ দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা–দোকানমালিকদের সঙ্গে কথা বলেন এবং পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ করেন। তিনি এ বিষয়ে জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেওয়া হবে বলেও জানান।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৯ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে