Ajker Patrika

এক মাসেও ধরা ছোঁয়ার বাইরে শিশু মরিয়মের খুনি

এক মাসেও ধরা ছোঁয়ার বাইরে শিশু মরিয়মের খুনি

চুয়াডাঙ্গার জীবননগরে পাটখেত থেকে শিশু মরিয়মের মরদেহ উদ্ধারের এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। পুলিশ বলছে, সন্দেহজনক অভিযুক্ত হিসেবে শনাক্ত হওয়া স্থানীয় যুবক আবুল হোসেন ফটিক (৩০) বারবার স্থান পরিবর্তন করছেন। তবে তাকে আটকের তীব্র চেষ্টা চালানো হচ্ছে। 

নিহত শিশু মরিয়মের মা জোবেদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে এক মাস আগে। পুলিশ এখনো ফটিককে গ্রেপ্তার করতে পারেনি। আমার মেয়েকে খুব কষ্ট দিয়ে মেরেছে সে। আমি খুনির ফাঁসি চাই।’ 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, ‘ফটিককে মরিয়ম হত্যার সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। আমরা তাঁকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছি। সে বারবার নিজের অবস্থান পরিবর্তন করছে। দ্রুতই তাঁকে গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।’ 

গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার গোয়ালপাড়া দক্ষিণ নতুন মসজিদ পাড়ার বাসিন্দা ইকবাল মণ্ডলের মেয়ে ময়িরমের (১১) গলা কাটা মরদেহ ভুট্টা খেত থেকে উদ্ধার করা হয়। পরদিন ২২ ডিসেম্বর ইকবাল মণ্ডল বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। 

এ দিন স্থানীয়রা জানায়, ময়িরম বেলা ১১টার দিকে প্রতিবেশী কয়েকজন শিশু আর তার ছোট বোনের সঙ্গে মাঠে শাক তুলতে যায়। দুপুরের দিকে মরিয়মের সঙ্গে যারা ছিল তারা বাড়ি এসে জানায় ময়িরমকে একজন ভুট্টার মধ্যে নিয়ে গেছে। তাকে খুঁজে পাচ্ছে না তারা।

পরে পরিবারের লোকজন মাঠে গিয়ে খোঁজাখুঁজি করে ভুট্টা খেতে মরিয়মের গলা কাটা দেহ পড়ে থাকে দেখে। এ সময় ময়িরমের গায়ে গেঞ্জি থাকলেও পরনের পায়জামা পাশে পড়ে ছিল। 

শিশু মরিয়মের সঙ্গের শিশুরা ওই দিন অভিযুক্তের সঙ্গে থাকা একটি হলুদ রঙ্গের ভ্যান চিহ্নিত করে। যেটি সন্দেহভাজন একই ইউনিয়নের গয়েশপুর গ্রামের আবুল হোসেন ফটিকের। ঘটনার অল্প কিছুদিনের মধ্যে পুলিশ বাড়ি থেকে তাদের হলুদ রঙ্গের ভ্যান ও হাসুয়া জব্দ করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন ফটিকেরা মা। 

তবে বিষয়টি এড়িয়ে গেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ‘ঘটনার বর্ণনা অনুযায়ী আসামি হলুদ রঙের ভ্যান নিয়ে গিয়েছিল। এ জন্য আমরা এলাকার সকল হলুদ রঙের ভ্যানের বিষয়ে খোঁজ-খবর নিয়েছি।’ তবে ভ্যান ও হাসুয়া উদ্ধারের বিষয়টি এড়িয়ে যান তিনি। 

উল্লেখ্য, ফটিক এর আগের নিজ গ্রামের এক ছেলেকে বলাৎকারের অভিযোগে ১০ বছর জেল খেটেছেন। শিশু মরিয়ম হত্যার ঘটনার দিন থেকে তিনি পলাতক রয়েছেন। এ দিকে আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মরিয়মের পরিবারসহ স্থানীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত