Ajker Patrika

পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে চিংড়ির ঘের

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৪, ১৮: ১২
পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে চিংড়ির ঘের

খুলনার পাইকগাছায় রিমালের প্রভাবে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে বেড়িবাঁধ ভেঙে ১০টি ইউনিয়নের হাজার হাজার বিঘার চিংড়ির ঘের ভেসে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি।

পানিবন্দী হয়ে পড়েছেন ১০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এদিকে সোলাদানা বাজারসংলগ্ন সোলাদানা-পাইকগাছা মেইন সড়কের স্লুইচ গেট নামক স্থান ভেঙে উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ ছাড়া সোলাদানা ইউনিয়নের ১৩টি স্থান ভেঙে গেছে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।

জানা গেছে, উপজেলার গড়ইখালী, দেলুটি, সোলাদানা, লস্কর, লতা ও কপিলমুনি ইউনিয়নে দুর্বল বেড়িবাঁধ ভেঙে লবণপানিতে প্লাবিত হয়েছে। ভেসে গেছে চিংড়ির ঘের ও বাড়িঘর। ডুবে গেছে পুকুর ও জলাশয়।

ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা দুর্বল বেড়িবাঁধগুলো মেরামত করার চেষ্টা করলেও অতিরিক্ত জোয়ারের পানিতে ওয়াপদা ছাপিয়ে পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করায় বাঁধগুলো ভেঙে যায়।

গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম বলেন, শিবসা নদীর পাড়ে খুদখালী নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে যায়। এলাকাবাসীর সহযোগিতায় ভেঙে যাওয়া স্থানটি জিও ব্যাগ দিয়ে আটকানো হয়েছে।

লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান জানান, লস্কর ইউনিয়নে আটটি স্থানের বাঁধ ভেঙে গেছে।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল বলেন, ‘আমার ইউনিয়নটি অধিক ঝুঁকিপূর্ণ চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত। তার মধ্যে ২০, ২০ (১) ও ২১—এই তিনটি পোল্ডারে প্রায় ১৩টি স্থান ভেঙে গেছে।’

লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, ‘আমার ইউনিয়নে হাড়িয়া, লতা ও পুতলাখালীর কয়েক স্থানে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে গেছে।’

এদিকে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বাঁধ মেরামতের কাজ তদারকি করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন আজকের পত্রিকাকে জানান, ক্ষতিগ্রস্ত বাঁধগুলো উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, স্ব–স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতায় ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত