Ajker Patrika

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর মাথায় পড়ল সিলিং ফ্যান

যশোর প্রতিনিধি
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর মাথায় পড়ল সিলিং ফ্যান

যশোরে জিলা স্কুলে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত মোবাশ্বের রহমান (১৫) শহরের ষষ্টিতলা পাড়ার মিজানুর রহমানের ছেলে। মোবাশ্বের জিলা স্কুলের দিবা শাখার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। 

জিলা স্কুলের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন বলেন, দশম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন আকস্মিক একটি ফ্যান নিচে খুলে পড়ে। এতে একজন ছাত্র জখম হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়। 

আহত ছাত্রের মা জলি আফরোজ জানান, খবর পেয়ে তিনি জিলা স্কুলের পাশে স্কুল ক্লিনিকে গিয়ে তার ছেলেকে মাথায় ব্যান্ডেজ বাধা অবস্থায় দেখেন। সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার মাথায় সেলাই দেওয়া হয়। এরপর তাকে বাসায় নেওয়া হয়েছে। 

জলি আফরোজসহ কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, জিলা স্কুলে পুরোনো ভবনে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। এ জন্য বিদ্যালয়ের অব্যবস্থাপনাকে দায়ী করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত