Ajker Patrika

বগুড়ায় বাড়ির সামনে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৪: ৫১
সজিব প্রামাণিক। ফাইল ছবি
সজিব প্রামাণিক। ফাইল ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে সজীব প্রামাণিক (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়কুতুবপুর তালতলা গ্রামে সজীবের বাড়ির সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সজীব ওই গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।

নিহত সজীবের চাচা আব্দুর রাজ্জাক জানান, সজীবের মা ও ভাই দুজনেই মারা গেছেন। বাবা আনসার ব্যাটালিয়ানে চাকরি করতেন। এখন অসুস্থ হয়ে বাড়িতেই থাকেন। এমতাবস্থায় সজীব মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাঁর খোঁজ-খবর নেওয়ার তেমন কেউ নেই। শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে সজীব বাড়ি থেকে বের হন। রোববার ভোরে গ্রামবাসী সজীবের বাড়ির সামনের রাস্তায় তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পায়। ঘটনাটি রহস্যজনক মনে হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নিয়ে যায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, নিহতের কপালে জখমের চিহ্ন রয়েছে। সজীব মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটের ওপর পড়ে গিয়ে জখম হয়ে মারা যেতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত