Ajker Patrika

গুনে গুনে ঘুষ নিচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশলের ক্যাশিয়ার, ভিডিও ভাইরাল

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৫: ০০
ভাইরাল হওয়া ভিডিওতে ঘুষের টাকা গুনে নেওয়ার দৃশ্য। ছবি: সংগৃহীত
ভাইরাল হওয়া ভিডিওতে ঘুষের টাকা গুনে নেওয়ার দৃশ্য। ছবি: সংগৃহীত

গুনে গুনে ঘুষের টাকা নিচ্ছেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া—এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে (ভাইরাল) সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে যিনি টাকাগুলো দিয়েছেন, তাঁকে বলতে শোনা যায়, ‘এক্সেন স্যার বলছে, আমার নাম করে যদি কেউ এক টাকাও চায়, দেবেন না।’ তখন ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া উত্তরে তাদের বলেন, ‘আবার গিয়ে বলেন দাদা এই কথা বলছে, দেখবেন তখন না বলবে না।’

এরপর একজন কিছু টাকা বের করে উজ্জ্বল বড়ুয়ার হাতে দেন এবং বলেন, ‘টাকা তো সব আপনাদের অফিসেই দিয়ে দিলাম। আমাদের কিছু আছে?’ এ সময় উজ্জ্বল বড়ুয়াকে ওই টাকা গুনে নিতে দেখা যায়।

ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক বলে ধারণা করা হচ্ছে। তবে কার কাছ থেকে ওই টাকা নেওয়া হচ্ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

অনুসন্ধানে জানা গেছে, উজ্জ্বল বড়ুয়া ২০১৭ সালে চাকরিতে যোগদানের আগে ঝুপড়িতে বসবাস করলেও বর্তমানে বিলাসবহুল দ্বিতল বাড়ির মালিক। এ ছাড়া তিনটি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি দোকানসহ নামে-বেনামে বিপুল অর্থবিত্ত গড়েছেন। দুর্নীতির বহু অভিযোগ এবং আওয়ামী লীগের পদধারী হয়েও এখনো তিনি চুয়াডাঙ্গার ক্যাশিয়ার পদে বহাল তবিয়তে রয়েছেন।

দাপ্তরিক একাধিক সূত্র নিশ্চিত করেছে, কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ক্যাশিয়ার পদে দায়িত্বরত থাকাকালে আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে দুর্নীতির মাধ্যমে বিপুল আয়বহির্ভূত সম্পদ গড়েন উজ্জ্বল বড়ুয়া। প্রভাব বিস্তার করে নির্বাহী প্রকৌশলী থেকে অধস্তন, সবাইকে তটস্থ রাখতেন। কথায় কথায় সবাইকে সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমল, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের কিছু নেতার ভয় দেখাতেন। ফলে একসময় বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেছিলেন কক্সবাজারের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

প্রধান প্রকৌশলী বরাবর করা লিখিত ওই আবেদনে উল্লেখ করা হয়, ‘উজ্জ্বল বড়ুয়া জনস্বাস্থ্যে যোগদানের পর থেকেই বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। একজন সরকারি চাকরিজীবী হয়েও প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতি করতেন। কক্সবাজার জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ছিলেন উজ্জ্বল বড়ুয়া। এসব পদের বলে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করেই অনিয়ম-দুর্নীতিতে লিপ্ত ছিলেন তিনি।’

লিখিত ওই আবেদনে আরও বলা হয়, ‘কক্সবাজার জেলায় কর্মরত অবস্থায় বিভিন্ন উন্নয়নকাজে ঠিকাদারের ইট, বালু ও সিমেন্ট সাপ্লাইয়ার হিসেবে পরিচিত ছিলেন তিনি। অঘোষিতভাবে নিজের লোক দিয়ে বাগিয়ে নিতেন ঠিকাদারি প্রকল্প। একই সঙ্গে উন্নয়নমূলক কাজে ব্যবহৃত মালামাল ল্যাবরেটরি টেস্টে পাঠালে সরকারি হিসাবের চাইতে অধিক টাকা দাবি করতেন উজ্জ্বল বড়ুয়া। এভাবে ঠিকাদারদের জিম্মি করে বিপুল টাকা আয় করেছেন তিনি। তার পদোন্নতিতে সুপারিশ করেছিলেন নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দিন। বিপ্লব বড়ুয়া ও হেলাল উদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি অফিস সহকারী থেকে ক্যাশিয়ার পদ বাগিয়ে নেন।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উজ্জ্বল বড়ুয়া বলেন, ‘ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাঁদের কোনো অভিযোগ আছে? এ বিষয়ে মন্তব্য করতে আমি ইচ্ছুক নয়। মিডিয়ায় বক্তব্য দেয়া নিষেধ আছে আমাদের।’

এ সব বিষয়ে জানতে চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মিডিয়ায় বক্তব্য দিতে হলে আমাদের অনুমতি নিতে হবে। এভাবে কথা বলতে পারব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরি হারাচ্ছেন পুলিশের দুই ডজন কর্মকর্তা

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

খুলনায় সাবেক যুবদল নেতা হত্যা: মামলা হলেও গ্রেপ্তার নেই, নেপথ্যে ৭ কারণ

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত