Ajker Patrika

মির্জাপুরে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
টাঙ্গাইলের মির্জাপুরে আদালতের নির্দেশে কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলের মির্জাপুরে আদালতের নির্দেশে কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে আদালতের নির্দেশে তিন মাস পর কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ভাতগ্রাম আউটপাড়া গ্রামে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

জানা গেছে, গত ১৮ জানুয়ারি জমি নিয়ে বিরোধে আউটপাড়া গ্রামে ভাতিজাদের পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে চাচা সুরুজ আলীসহ (৫৫) পাঁচজন আহত হয়। এই ঘটনায় সুরুজ আলী বাদী হয়ে দুই ভাতিজা বিপ্লব ও জয়, তাঁদের মা বিউটি বেগম, দেলোয়ার, দিপুসহ আরও কয়েকজনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন। গুরুতর আহত সুরুজ আলীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত ৬ এপ্রিল তিনি মারা যান।

মামলার বাদী আহত সুরুজ আলীর মৃত্যুর বিষয়টি তাঁর স্ত্রী হেলেনা বেগম আদালতকে অবহিত করে হত্যা মামলার আবেদন করেন। আদালতের বিচারক অধিকতর তদন্তপূর্বক ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে আজ দুপুরে কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, আদালতের নির্দেশে কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রুবায়েত আনোয়ার, মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর হাসান উপস্থিত ছিলেন। লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত