Ajker Patrika

সোহাগ হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৫: ২২
রোববার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
রোববার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য ও ঢলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জিয়াউর রহমান। এতে আরও বক্তব্য দেন রায়ভোগ ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মালেক মাস্টার, নিহত সোহাগের মামা সেন্টু আকন, স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম, মিজানুর রহমান জোমাদ্দারসহ অনেকে।

রোববার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
রোববার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

বক্তারা বলেন, সোহাগ ছিলেন একজন সদালাপি ও দানশীল মানুষ। তাঁর দুই সন্তান এখন পিতৃহীন হয়ে এতিম হলো। যারা তাঁকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

উল্লেখ্য, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড এলাকার ৩ নম্বর গেটে পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয় পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী ও যুবদলের কর্মী লাল চাঁন ওরফে সোহাগকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরি হারাচ্ছেন পুলিশের দুই ডজন কর্মকর্তা

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

খুলনায় সাবেক যুবদল নেতা হত্যা: মামলা হলেও গ্রেপ্তার নেই, নেপথ্যে ৭ কারণ

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত