যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় যমজ সন্তান জন্ম দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর (৩৫) পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন। বর্তমানে দুই নবজাতকসহ তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়, হাসপাতাল কর্তৃপক্ষসহ প্রশাসনের কর্মকর্তারা প্রসূতি মা ও দুই শিশুর দেখভাল করছেন।
গতকাল রোববার সকালে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের জামিরুল ইসলামের বিছালির (খড়) ঘরে ওই নারী দুই সন্তান প্রসব করেন। পরে স্থানীয় লোকজন দুই নবজাতকসহ ওই নারীকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতেই তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপরই বিষয়টি আলোচনায় আসে।
যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ বলেন, মানসিক ভারসাম্যহীন প্রসূতি মা ও দুই নবজাতকের যশোর হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতালের নার্স, আয়া, আনসার, নারী সদস্য ছাড়াও কয়েকজন স্বেচ্ছাসেবী নারী শিশু দুটি ও মায়ের দেখাশোনা করছেন। তিনি নিজেই বিষয়টির তদারকি করছেন। তবে মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় সন্তানদের কাছে রাখছেন না। বুকের দুধ খেতে দিচ্ছেন না। ফলে দুটি শিশু ও মাকে দেখাশোনা করতে সবাইকে বেগ পেতে হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, মানসিক ভারসাম্যহীন প্রসূতি ও দুই নবজাতক যশোর হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসনের পক্ষ থেকে ওই নারীর ঠিকানা উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঠিকানা পাওয়া না গেলে সরকারের সংশ্লিষ্ট দপ্তর তাদের দায়িত্ব নেবে। তবে পরবর্তী গন্তব্য নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা হাসপাতালেই থাকবে।
এদিকে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, রোববার ভোরে তাঁর বিছালির ঘরে ভেজা কাপড়ে সন্তানসম্ভবা এক মানসিক ভারসাম্যহীন নারীকে দেখতে পান। এ সময় তাঁর স্ত্রীসহ আশপাশের কয়েকজন নারী এগিয়ে যান। সেখানে একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই নারী। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বাচ্চাসহ তাঁকে উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ বলেন, সকাল ১০টার দিকে এক মানসিক ভারসাম্যহীন নারীকে যমজ শিশুসহ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। তাদের ভর্তি করে যথাযথ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা তান্নি আজকের পত্রিকাকে বলেন, যমজ শিশু ও মানসিক ভারসাম্যহীন নারীকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সুস্থ হয়ে উঠলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
যশোরের বাঘারপাড়ায় যমজ সন্তান জন্ম দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর (৩৫) পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন। বর্তমানে দুই নবজাতকসহ তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়, হাসপাতাল কর্তৃপক্ষসহ প্রশাসনের কর্মকর্তারা প্রসূতি মা ও দুই শিশুর দেখভাল করছেন।
গতকাল রোববার সকালে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের জামিরুল ইসলামের বিছালির (খড়) ঘরে ওই নারী দুই সন্তান প্রসব করেন। পরে স্থানীয় লোকজন দুই নবজাতকসহ ওই নারীকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতেই তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপরই বিষয়টি আলোচনায় আসে।
যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ বলেন, মানসিক ভারসাম্যহীন প্রসূতি মা ও দুই নবজাতকের যশোর হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতালের নার্স, আয়া, আনসার, নারী সদস্য ছাড়াও কয়েকজন স্বেচ্ছাসেবী নারী শিশু দুটি ও মায়ের দেখাশোনা করছেন। তিনি নিজেই বিষয়টির তদারকি করছেন। তবে মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় সন্তানদের কাছে রাখছেন না। বুকের দুধ খেতে দিচ্ছেন না। ফলে দুটি শিশু ও মাকে দেখাশোনা করতে সবাইকে বেগ পেতে হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, মানসিক ভারসাম্যহীন প্রসূতি ও দুই নবজাতক যশোর হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসনের পক্ষ থেকে ওই নারীর ঠিকানা উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঠিকানা পাওয়া না গেলে সরকারের সংশ্লিষ্ট দপ্তর তাদের দায়িত্ব নেবে। তবে পরবর্তী গন্তব্য নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা হাসপাতালেই থাকবে।
এদিকে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, রোববার ভোরে তাঁর বিছালির ঘরে ভেজা কাপড়ে সন্তানসম্ভবা এক মানসিক ভারসাম্যহীন নারীকে দেখতে পান। এ সময় তাঁর স্ত্রীসহ আশপাশের কয়েকজন নারী এগিয়ে যান। সেখানে একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই নারী। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বাচ্চাসহ তাঁকে উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ বলেন, সকাল ১০টার দিকে এক মানসিক ভারসাম্যহীন নারীকে যমজ শিশুসহ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। তাদের ভর্তি করে যথাযথ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা তান্নি আজকের পত্রিকাকে বলেন, যমজ শিশু ও মানসিক ভারসাম্যহীন নারীকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সুস্থ হয়ে উঠলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ নিহত হয়েছেন। আরো প্রায় অর্ধশত আহত ও দগ্ধকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের অনেকের জীবন শঙ্কায় রয়েছে।
৫ মিনিট আগেনওগাঁর মান্দায় বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার গৌরাঙ্গ বিল থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করেন।
৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বিমানটি মাইলস্টোন কলেজের হায়দর আলী ভবনের প্রধান ফটকে আছড়ে পড়ে এবং
১১ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে ফেনী শহর। শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ সোমবার ফেনীতে পথসভা করবেন।
১৭ মিনিট আগে