Ajker Patrika

মোংলায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
মোংলায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলায় মীম আক্তার মরিয়ম (১৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মীম মোংলা পৌরসভার মিয়াপাড়া বাদামতলা এলাকায় মো. আব্দুস সোবাহানের মেয়ে।

মীমের বাবা আব্দুস সোবাহান জানান, মীম মোংলার চালনা বন্দর ফাজিল মাদ্রাসা থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় দেয়। কিন্তু সে এক বিষয়ে অকৃতকার্য হয়। পরীক্ষার ফল খারাপ হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের সবার সঙ্গে কথাও কম বলত। মঙ্গলবার সকালে নাশতা করা পর ঘরের দরজা বন্ধ করে দেয়। তার মা ডাকার পর সাড়া না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহীন জানান, মীমকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত