যশোর প্রতিনিধি
যশোর সদরে উপজেলা নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান পদপ্রার্থীর আহত কর্মী সাকিব হোসেন (১৮) চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত সাকিব সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।
গত ৫ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন সাকিব হোসেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নিহত সাকিবের মামা শহিদ রহমান বলেন, গত বুধবার সন্ধ্যায় চাঁচড়ায় বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী-সমর্থকেরা বিজয় মিছিল বের করেন। এ সময় দোয়াত-কলমের পাঁচ-ছয়জন কর্মী তাঁদের ওপর হামলা চালান। তাতে কয়েকজন ছুরিকাঘাতে আহত হন। এ সময় স্থানীয় জনতা তাঁদের ধাওয়া করে। কিন্তু সাকিব পালাতে পারেননি। তিনি পিটুনিতে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
শহিদ রহমান আরও বলেন, অ্যাম্বুলেন্সযোগে সাকিবকে ঢাকায় নেওয়া হয়। কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়েন তাঁর স্বজনেরা। তাদের প্ররোচনায় সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাকিবের মৃত্যু হয়।
এদিকে সাকিবের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়াতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন নয়, পুরোনো বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য সাকিবের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যশোর সদরে উপজেলা নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান পদপ্রার্থীর আহত কর্মী সাকিব হোসেন (১৮) চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত সাকিব সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।
গত ৫ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন সাকিব হোসেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নিহত সাকিবের মামা শহিদ রহমান বলেন, গত বুধবার সন্ধ্যায় চাঁচড়ায় বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী-সমর্থকেরা বিজয় মিছিল বের করেন। এ সময় দোয়াত-কলমের পাঁচ-ছয়জন কর্মী তাঁদের ওপর হামলা চালান। তাতে কয়েকজন ছুরিকাঘাতে আহত হন। এ সময় স্থানীয় জনতা তাঁদের ধাওয়া করে। কিন্তু সাকিব পালাতে পারেননি। তিনি পিটুনিতে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
শহিদ রহমান আরও বলেন, অ্যাম্বুলেন্সযোগে সাকিবকে ঢাকায় নেওয়া হয়। কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়েন তাঁর স্বজনেরা। তাদের প্ররোচনায় সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাকিবের মৃত্যু হয়।
এদিকে সাকিবের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়াতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন নয়, পুরোনো বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য সাকিবের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৭ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে