Ajker Patrika

বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ খুলনার ডিসির

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২১: ৩১
বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ খুলনার ডিসির

বিশেষ প্রয়োজন ছাড়া প্রখর রোদে বাইরে বের না হওয়াসহ বিভিন্ন নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে খুলনার জেলা প্রশাসক মো. ইয়াসির আরেফীন। আজ বুধবার আজকের পত্রিকাকে তিনি এ কথা জানান।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্য জেলার মতো খুলনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বহমান রয়েছে। এ অবস্থায় সিভিল সার্জনের সঙ্গে পরামর্শক্রমে খুলনা জেলাবাসীকে নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো—

বিশেষ প্রয়োজন ব্যতীত প্রখর রোদে বাইরে বের না হওয়া, বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বের হলে ছাতা ব্যবহারের চেষ্টা করতে হবে। পানিশূন্যতা পরিহার করতে প্রচুর পানি পান করতে হবে। রোজাদাররা ইফতারি এবং সাহ্‌রিতে প্রচুর পরিমাণ পানি পান করবেন। ইফতারিতে ভাজাপোড়া খাবার যথাসম্ভব পরিহার করতে হবে। ঠান্ডা পানি দিয়ে শরীর বারবার মুছতে হবে। 

শ্বাসকষ্টের রোগী ও শিশুদের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। পাখি বা বাদুড়ের খাওয়া কোনো ফল এবং কাঁচা রস খাওয়া পরিহার করতে হবে। বাসশ্রমিকসহ অন্য শ্রমিকেরা যেন বেশিক্ষণ তীব্র রোদে না থাকে সেই বিষয়ে লক্ষ্যে রাখতে হবে। 

কৃষি সম্প্রসারণ এবং মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয় থেকে বিদ্যমান প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত