Ajker Patrika

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
Thumbnail image

বাগেরহাটের মোল্লাহাটে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনা সদরের মোজাম্মেল হকের ছেলে জুবায়ের (২৫) এবং শহিদুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৮)। তাঁরা চাচাতো ভাই বলে পুলিশ জানায়। তারা দুজনই শিক্ষার্থী।

বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, খুলনা থেকে ঢাকাগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত মুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তবে বাসটি জব্দ করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত