Ajker Patrika

কেশবপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণ নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৫: ১৯
কেশবপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণ নিহত

যশোরের কেশবপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রসেনজিৎ দে (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী আরও দুই তরুণ আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে কেশবপুর-সাতবাড়িয়া সড়কের আজাদের ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত প্রসেনজিৎ দে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌ তলা এলাকার প্রশান্ত দের ছেলে। এসএসসি পরীক্ষার পর কেশবপুরে মামার বাড়ি এসে বাজারে স্বর্ণ কারিগরের কাজ শিখছিলেন। আহত দুই তরুণ হলেন মির্জানগর গ্রামের দীনবন্ধু দত্তের ছেলে উৎপল দত্ত (২৬) ও জয়দেব পালের ছেলে অপু পাল (১৯)। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের স্বর্ণপট্টিতে তাপস পালের কারখানায় শিক্ষানবিশ স্বর্ণের কারিগর ছিলেন প্রসেনজিৎ দে। কাজ শেষে বৃষ্টির ভেতর সোমবার রাত সাড়ে ১২টার দিকে উৎপল দত্তের মোটরসাইকেলে চেপে প্রসেনজিৎ দে ও অপু পাল মির্জানগরের দিকে যাচ্ছিলেন। আজাদের ইটভাটা সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনই সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। এর মধ্যে প্রসেনজিৎ দে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন এবং অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রসেনজিৎ দেকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা দেওয়া হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পরপরই প্রসেনজিৎ দে মারা যান। 

কারখানার মালিক তাপস পাল জানান, এবার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে প্রসেনজিৎ দে তার প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগরের কাজ শিখছিলেন। এসএসসির ফলাফলে প্রসেনজিৎ ৪ দশমিক ১১ পেয়েছে। মঙ্গলবার তার মরদেহ সৎকারের জন্য নিজ এলাকায় নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত