Ajker Patrika

যুবকের রডের আঘাতে পথচারী নিহত, আটক করতে গিয়ে ২ পুলিশ জখম

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ০০
যুবকের রডের আঘাতে পথচারী নিহত, আটক করতে গিয়ে ২ পুলিশ জখম

বাগেরহাটের চিতলমারী নেশাগ্রস্ত যুবকের রডের আঘাতে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে আটক করতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। আজ রোববার উপজেলার হাবিব ফকিরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলাম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আটক যুবকের নাম শাহীন শেখ। তিনি উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের বাসিন্দা। 

চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল শনিবার একই স্থানে পথচারী কৃষ্ণপদ হীরাকে লোহার রড দিয়ে জখম করে ওই যুবক। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

পুলিশ জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের রসিক লাল হীরার ছেলে কৃষ্ণপদ হীরা (৫০) আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তিনি গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে আসলে ওই গ্রামের নেশাগ্রস্ত যুবক শাহীন শেখ (২৫) তাকে বিনা কারণে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। 

লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ রোববার সকাল সাড়ে ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

খবর পেয়ে থানার পুলিশ আটক করতে গেলে ওই যুবক লোহার রড় ও দা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলাম গুরুতর আহত হন। তবে পুলিশ হামলাকারী যুবককে আটক করেছে। 

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মামুন হাসান বলেন, ‘আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন। ওসি তদন্তর মাথায় আটটি সেলাই লেগেছে। এসআই বাম হাতে আঘাত পেয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা গুরুত্বে সঙ্গে তাদের চিকিৎসা সেবা প্রদান করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত