Ajker Patrika

অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৪: ৩৫
অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সহিংসতা ও অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুর ১২টার দিকে নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক আমাতুল মোর্শেদা এ আদেশ দেন।

এর আগে সকাল ১০টার দিকে আসামি রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম ও সৈয়দ রিমনকে জেলা কারাগার থেকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে নড়াইল সদর আমলি আদালতে আনা হয়।

জানা যায়, গত ১৮ জুন সহিংসতা এবং অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনার ১০ দিন পর ২৭ জুন বিকেলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ১৭০ থেকে ১৮০ জনের নামে মামলা দায়ের করেন। পরে গত সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাত ৯টার দিকে খুলনার বয়রা এলাকা থেকে মামলার অন্যতম প্রধান আসামি রহমতউল্লাহ বিশ্বাস রনিকে গ্রেপ্তার করে নড়াইল জেলা পুলিশের একটি টিম।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সন্জিব কুমার বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমান পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এরই প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত