যশোর প্রতিনিধি
মূল্যবৃদ্ধির প্রভাবই সরকারের সব অর্জনকে খেয়ে ফেলবে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর জিলা পরিষদ মিলনায়তনে পার্টির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মেনন বলেন, ‘দেশে অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ ভালো নেই। ফলে এ উন্নয়নকে গল্প বলা মনে হয়। সাধারণ মানুষকে অভুক্ত রেখে এ উন্নয়ন কোনো কাজে আসবে না।’
সভায় মেনন আরও বলেন, ‘সামনে নির্বাচন। নির্বাচন আসলে ষড়যন্ত্রের খেলা শুরু হয়। অথচ সামনে বিশ্ব মন্দা আসছে। আমাদের উচিত দেশ রক্ষায় কাজ করা।’ একই সঙ্গে আগামী নির্বাচনে নিজস্ব প্রতীকে সারা দেশে প্রার্থী দেওয়ার কথা বলেন তিনি।
পরিকল্পিতভাবে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘নির্বাচনই শেষ কথা নয়, বরং মানুষের ভাতের অধিকার নিশ্চিত করাও সরকারের কর্তব্য। বর্তমান লুটেরা ব্যবস্থাকে টিকিয়ে রেখে সেটা সম্ভব নয়। যুদ্ধের জন্য পণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে, এটা ঠিক নয়। খুবই পরিকল্পিতভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়েছে। সরকার এটি নিয়ন্ত্রণ না করলে এই মূল্যবৃদ্ধির প্রভাবই সরকারের সব অর্জনকে খেয়ে ফেলবে।’
পার্টির যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেসা খান। বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, দলের সাধারণ সম্পাদক সবদুল হোসেন খানসহ প্রমুখ। এ ছাড়া সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
মূল্যবৃদ্ধির প্রভাবই সরকারের সব অর্জনকে খেয়ে ফেলবে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর জিলা পরিষদ মিলনায়তনে পার্টির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মেনন বলেন, ‘দেশে অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ ভালো নেই। ফলে এ উন্নয়নকে গল্প বলা মনে হয়। সাধারণ মানুষকে অভুক্ত রেখে এ উন্নয়ন কোনো কাজে আসবে না।’
সভায় মেনন আরও বলেন, ‘সামনে নির্বাচন। নির্বাচন আসলে ষড়যন্ত্রের খেলা শুরু হয়। অথচ সামনে বিশ্ব মন্দা আসছে। আমাদের উচিত দেশ রক্ষায় কাজ করা।’ একই সঙ্গে আগামী নির্বাচনে নিজস্ব প্রতীকে সারা দেশে প্রার্থী দেওয়ার কথা বলেন তিনি।
পরিকল্পিতভাবে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘নির্বাচনই শেষ কথা নয়, বরং মানুষের ভাতের অধিকার নিশ্চিত করাও সরকারের কর্তব্য। বর্তমান লুটেরা ব্যবস্থাকে টিকিয়ে রেখে সেটা সম্ভব নয়। যুদ্ধের জন্য পণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে, এটা ঠিক নয়। খুবই পরিকল্পিতভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়েছে। সরকার এটি নিয়ন্ত্রণ না করলে এই মূল্যবৃদ্ধির প্রভাবই সরকারের সব অর্জনকে খেয়ে ফেলবে।’
পার্টির যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেসা খান। বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, দলের সাধারণ সম্পাদক সবদুল হোসেন খানসহ প্রমুখ। এ ছাড়া সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে