প্রতিনিধি, ইবি:
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। দীর্ঘদিন পরে পূর্ণাঙ্গ প্রশাসন পেল এ প্রাঙ্গণ। একই সঙ্গে প্রতিষ্ঠার ৪২ বছরে এসে প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করে সদ্য বিদায়ী প্রশাসন। এর আগে নানা আন্দোলন-কোন্দলে কোন প্রশাসনই শান্তিপূর্ণভাবে মেয়াদ শেষ করতে পারেনি।
জানা যায়, গত ২০ আগস্ট উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদের মেয়াদ ৪ বছর পূর্ণ হয়। এর ৪০ দিনের মাথায় (২৯ সেপ্টেম্বর, ২০২০) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
কোষাধ্যক্ষ পদের মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ ৮ মাস পর ৫ জুন বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অধ্যাপক আলমগীর হোসেন ২০২০ সালে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্র ঘোষিত একাংশের কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপাচার্য দপ্তরে যোগ দিয়ে সহকর্মী হিসেবে পান উপ-উপাচার্য শাহিনুর রহমান কে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শাহিনুর রহমানেরও উপ-উপাচার্য পদের মেয়াদ শেষ হয়। এর দীর্ঘ ৫ মাস পর ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আগামী চার বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উপ-উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে ইবি পায় পূর্ণাঙ্গ প্রশাসন। পূর্ণাঙ্গ প্রশাসন পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই খুশি।
পূর্ণাঙ্গ প্রশাসনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজকে গতিশীল করতে পূর্ণাঙ্গ প্রশাসনের বিকল্প নেই। আমি এসে সহকর্মী হিসেবে পেলাম উপ-উপাচার্যকে। কদিন পর উপ-উপাচার্যর মেয়াদ শেষ হয়ে গেল। তখন প্রশাসন চালাতে আমাকে হিমশিম খেতে হয়েছে। দপ্তরের বাইরে অতিরিক্ত কাজ করতে হয়েছে। আমি সরকারকে বারবার বলেছি গুরুত্বপূর্ণ পদে পদায়ন জরুরি। অবশেষে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইবিতে পূর্ণাঙ্গ প্রশাসন উপহার দিয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রতি ইবি পরিবার কৃতজ্ঞ।
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। দীর্ঘদিন পরে পূর্ণাঙ্গ প্রশাসন পেল এ প্রাঙ্গণ। একই সঙ্গে প্রতিষ্ঠার ৪২ বছরে এসে প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করে সদ্য বিদায়ী প্রশাসন। এর আগে নানা আন্দোলন-কোন্দলে কোন প্রশাসনই শান্তিপূর্ণভাবে মেয়াদ শেষ করতে পারেনি।
জানা যায়, গত ২০ আগস্ট উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদের মেয়াদ ৪ বছর পূর্ণ হয়। এর ৪০ দিনের মাথায় (২৯ সেপ্টেম্বর, ২০২০) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
কোষাধ্যক্ষ পদের মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ ৮ মাস পর ৫ জুন বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অধ্যাপক আলমগীর হোসেন ২০২০ সালে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্র ঘোষিত একাংশের কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপাচার্য দপ্তরে যোগ দিয়ে সহকর্মী হিসেবে পান উপ-উপাচার্য শাহিনুর রহমান কে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শাহিনুর রহমানেরও উপ-উপাচার্য পদের মেয়াদ শেষ হয়। এর দীর্ঘ ৫ মাস পর ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আগামী চার বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উপ-উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে ইবি পায় পূর্ণাঙ্গ প্রশাসন। পূর্ণাঙ্গ প্রশাসন পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই খুশি।
পূর্ণাঙ্গ প্রশাসনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজকে গতিশীল করতে পূর্ণাঙ্গ প্রশাসনের বিকল্প নেই। আমি এসে সহকর্মী হিসেবে পেলাম উপ-উপাচার্যকে। কদিন পর উপ-উপাচার্যর মেয়াদ শেষ হয়ে গেল। তখন প্রশাসন চালাতে আমাকে হিমশিম খেতে হয়েছে। দপ্তরের বাইরে অতিরিক্ত কাজ করতে হয়েছে। আমি সরকারকে বারবার বলেছি গুরুত্বপূর্ণ পদে পদায়ন জরুরি। অবশেষে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইবিতে পূর্ণাঙ্গ প্রশাসন উপহার দিয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রতি ইবি পরিবার কৃতজ্ঞ।
রাজধানীর শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে সেখানে অবস্থান নেয় তাঁরা।
৭ মিনিট আগেস্ত্রীর মৃত্যুর শোকে জানাজার সময় মারা গেলেন স্বামী জমশিদ আলীও। ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ইলামেরগাঁও আটঘর গ্রামে। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৭ মিনিট আগেটঙ্গী বিশ্ব ইজতেমার মোনাজাত চলাকালীন ড্রোন আছড়ে পড়ে অর্ধশতাধিক মুসল্লি পদদলিত হয়ে আহতের ঘটনায় গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
৩৬ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও দুই শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ঝাটিবেলাই গ্রামে ফুলজোড় নদে তাদের লাশ পাওয়া যায়। এ নিয়ে নিখোঁজ তিনজনেরই লাশ পাওয়া গেল।
৪২ মিনিট আগে