Ajker Patrika

যশোরে মুরগি বিক্রির টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

­যশোর প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৭: ২৮
পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরে বাকিতে মুরগি বিক্রির টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু বক্কার (৫৩)। তিনি ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে। ঘটনার পর অভিযুক্ত নির্মল কুমার ও তাঁর স্ত্রী সরস্বতী বিশ্বাস পালিয়ে যান। পরে তাঁদের আটক করে পুলিশে দেয় উত্তেজিত জনতা।

পুলিশ জানিয়েছে, আবু বক্কার কিছুদিন আগে নির্মলের কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। আজ দুপুরে বক্কার মুরগির টাকা চাইতে গেলে তাঁর সঙ্গে নির্মল ও সরস্বতীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধে একটি হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত