কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
করোনার টিকা নিয়ে অসুস্থ হয়ে তিন দিন পর মারা গেল ৮ম শ্রেণির ছাত্রী আল্লাদি খাতুন (১৪)। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আল্লাদির বাবা টিটো ইসলাম বলেন, ‘আমার মেয়ে একটু দুর্বল ছিল। তবে কোনো রোগ ছিল না। ২৭ তারিখে করোনার টিকা দিয়ে আসার পর বলে তার শরীলের মধ্যে জ্বালা করছে। ওই দিন মাথায় পানি দিয়ে বাসায় রাখি। পরের দিন ২৯ তারিখ ভোর রাতে কোনো উপায় না পেয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করি। ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন। এরপর অবস্থা আরও খারাপের দিকে যায়। বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানাই। তিনি রোগী দেখে যশোর হাসপাতালে রেফার করেন। যশোরে হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়। পরে চিকিৎসকেরা ভেন্টিলেটরে দেন। এরপর ৩০ তারিখ বেলা ১টার দিকে মারা যায়।’
এদিকে আল্লাদির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা সিভিল সার্জন সেলিনা বেগম, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুর রশিদসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট অনেকে। পরে আসেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও কোটচাঁদপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক ইসাহক আলীসহ ওই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, ‘কীভাবে মারা গেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে হার্টফেল করে তার মৃত্যু হতে পারে। এ ঘটনা তদন্ত করা হবে। তদন্তের পর বলা যাবে মৃত্যু কেন হলো। আর কিসের জন্য হয়েছে।’
বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, ‘ঘটনা শোনার পর ওই স্থানে একটা তদন্ত টিম পাঠানো হয়েছে। ওই টিম রিপোর্ট দিলে বলা যাবে কীভাবে মারা গেছে।’
আল্লাদির মৃত্যুতে পরিবারে কান্নার রোল চলছে। কাঁদছে তার সহপাঠীরা। কোটচাঁদপুর পৌরসভার ভবানীপুর দাসপাড়ার টিটো ইসলামের মেয়ে আল্লাদি কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
করোনার টিকা নিয়ে অসুস্থ হয়ে তিন দিন পর মারা গেল ৮ম শ্রেণির ছাত্রী আল্লাদি খাতুন (১৪)। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আল্লাদির বাবা টিটো ইসলাম বলেন, ‘আমার মেয়ে একটু দুর্বল ছিল। তবে কোনো রোগ ছিল না। ২৭ তারিখে করোনার টিকা দিয়ে আসার পর বলে তার শরীলের মধ্যে জ্বালা করছে। ওই দিন মাথায় পানি দিয়ে বাসায় রাখি। পরের দিন ২৯ তারিখ ভোর রাতে কোনো উপায় না পেয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করি। ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন। এরপর অবস্থা আরও খারাপের দিকে যায়। বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানাই। তিনি রোগী দেখে যশোর হাসপাতালে রেফার করেন। যশোরে হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়। পরে চিকিৎসকেরা ভেন্টিলেটরে দেন। এরপর ৩০ তারিখ বেলা ১টার দিকে মারা যায়।’
এদিকে আল্লাদির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা সিভিল সার্জন সেলিনা বেগম, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুর রশিদসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট অনেকে। পরে আসেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও কোটচাঁদপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক ইসাহক আলীসহ ওই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, ‘কীভাবে মারা গেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে হার্টফেল করে তার মৃত্যু হতে পারে। এ ঘটনা তদন্ত করা হবে। তদন্তের পর বলা যাবে মৃত্যু কেন হলো। আর কিসের জন্য হয়েছে।’
বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, ‘ঘটনা শোনার পর ওই স্থানে একটা তদন্ত টিম পাঠানো হয়েছে। ওই টিম রিপোর্ট দিলে বলা যাবে কীভাবে মারা গেছে।’
আল্লাদির মৃত্যুতে পরিবারে কান্নার রোল চলছে। কাঁদছে তার সহপাঠীরা। কোটচাঁদপুর পৌরসভার ভবানীপুর দাসপাড়ার টিটো ইসলামের মেয়ে আল্লাদি কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
৭ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেদিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে। এতে ভবেশকে মানসিক চাপ দিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্
২৪ মিনিট আগে