Ajker Patrika

কোভিড টিকা নেওয়ার পরই অসুস্থ, তিন দিন পর কিশোরীর মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
কোভিড টিকা নেওয়ার পরই অসুস্থ, তিন দিন পর কিশোরীর মৃত্যু

করোনার টিকা নিয়ে অসুস্থ হয়ে তিন দিন পর মারা গেল ৮ম শ্রেণির ছাত্রী আল্লাদি খাতুন (১৪)। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

আল্লাদির বাবা টিটো ইসলাম বলেন, ‘আমার মেয়ে একটু দুর্বল ছিল। তবে কোনো রোগ ছিল না। ২৭ তারিখে করোনার টিকা দিয়ে আসার পর বলে তার শরীলের মধ্যে জ্বালা করছে। ওই দিন মাথায় পানি দিয়ে বাসায় রাখি। পরের দিন ২৯ তারিখ ভোর রাতে কোনো উপায় না পেয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করি। ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন। এরপর অবস্থা আরও খারাপের দিকে যায়। বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানাই। তিনি রোগী দেখে যশোর হাসপাতালে রেফার করেন। যশোরে হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়। পরে চিকিৎসকেরা ভেন্টিলেটরে দেন। এরপর ৩০ তারিখ বেলা ১টার দিকে মারা যায়।’ 

এদিকে আল্লাদির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা সিভিল সার্জন সেলিনা বেগম, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুর রশিদসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট অনেকে। পরে আসেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও কোটচাঁদপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক ইসাহক আলীসহ ওই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। 

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, ‘কীভাবে মারা গেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে হার্টফেল করে তার মৃত্যু হতে পারে। এ ঘটনা তদন্ত করা হবে। তদন্তের পর বলা যাবে মৃত্যু কেন হলো। আর কিসের জন্য হয়েছে।’ 

বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, ‘ঘটনা শোনার পর ওই স্থানে একটা তদন্ত টিম পাঠানো হয়েছে। ওই টিম রিপোর্ট দিলে বলা যাবে কীভাবে মারা গেছে।’ 

আল্লাদির মৃত্যুতে পরিবারে কান্নার রোল চলছে। কাঁদছে তার সহপাঠীরা। কোটচাঁদপুর পৌরসভার ভবানীপুর দাসপাড়ার টিটো ইসলামের মেয়ে আল্লাদি কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত