কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
করোনার টিকা নিয়ে অসুস্থ হয়ে তিন দিন পর মারা গেল ৮ম শ্রেণির ছাত্রী আল্লাদি খাতুন (১৪)। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আল্লাদির বাবা টিটো ইসলাম বলেন, ‘আমার মেয়ে একটু দুর্বল ছিল। তবে কোনো রোগ ছিল না। ২৭ তারিখে করোনার টিকা দিয়ে আসার পর বলে তার শরীলের মধ্যে জ্বালা করছে। ওই দিন মাথায় পানি দিয়ে বাসায় রাখি। পরের দিন ২৯ তারিখ ভোর রাতে কোনো উপায় না পেয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করি। ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন। এরপর অবস্থা আরও খারাপের দিকে যায়। বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানাই। তিনি রোগী দেখে যশোর হাসপাতালে রেফার করেন। যশোরে হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়। পরে চিকিৎসকেরা ভেন্টিলেটরে দেন। এরপর ৩০ তারিখ বেলা ১টার দিকে মারা যায়।’
এদিকে আল্লাদির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা সিভিল সার্জন সেলিনা বেগম, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুর রশিদসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট অনেকে। পরে আসেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও কোটচাঁদপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক ইসাহক আলীসহ ওই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, ‘কীভাবে মারা গেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে হার্টফেল করে তার মৃত্যু হতে পারে। এ ঘটনা তদন্ত করা হবে। তদন্তের পর বলা যাবে মৃত্যু কেন হলো। আর কিসের জন্য হয়েছে।’
বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, ‘ঘটনা শোনার পর ওই স্থানে একটা তদন্ত টিম পাঠানো হয়েছে। ওই টিম রিপোর্ট দিলে বলা যাবে কীভাবে মারা গেছে।’
আল্লাদির মৃত্যুতে পরিবারে কান্নার রোল চলছে। কাঁদছে তার সহপাঠীরা। কোটচাঁদপুর পৌরসভার ভবানীপুর দাসপাড়ার টিটো ইসলামের মেয়ে আল্লাদি কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
করোনার টিকা নিয়ে অসুস্থ হয়ে তিন দিন পর মারা গেল ৮ম শ্রেণির ছাত্রী আল্লাদি খাতুন (১৪)। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আল্লাদির বাবা টিটো ইসলাম বলেন, ‘আমার মেয়ে একটু দুর্বল ছিল। তবে কোনো রোগ ছিল না। ২৭ তারিখে করোনার টিকা দিয়ে আসার পর বলে তার শরীলের মধ্যে জ্বালা করছে। ওই দিন মাথায় পানি দিয়ে বাসায় রাখি। পরের দিন ২৯ তারিখ ভোর রাতে কোনো উপায় না পেয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করি। ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন। এরপর অবস্থা আরও খারাপের দিকে যায়। বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানাই। তিনি রোগী দেখে যশোর হাসপাতালে রেফার করেন। যশোরে হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়। পরে চিকিৎসকেরা ভেন্টিলেটরে দেন। এরপর ৩০ তারিখ বেলা ১টার দিকে মারা যায়।’
এদিকে আল্লাদির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা সিভিল সার্জন সেলিনা বেগম, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুর রশিদসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট অনেকে। পরে আসেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও কোটচাঁদপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক ইসাহক আলীসহ ওই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, ‘কীভাবে মারা গেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে হার্টফেল করে তার মৃত্যু হতে পারে। এ ঘটনা তদন্ত করা হবে। তদন্তের পর বলা যাবে মৃত্যু কেন হলো। আর কিসের জন্য হয়েছে।’
বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, ‘ঘটনা শোনার পর ওই স্থানে একটা তদন্ত টিম পাঠানো হয়েছে। ওই টিম রিপোর্ট দিলে বলা যাবে কীভাবে মারা গেছে।’
আল্লাদির মৃত্যুতে পরিবারে কান্নার রোল চলছে। কাঁদছে তার সহপাঠীরা। কোটচাঁদপুর পৌরসভার ভবানীপুর দাসপাড়ার টিটো ইসলামের মেয়ে আল্লাদি কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
৩ মিনিট আগেপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৬ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৯ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২৪ মিনিট আগে