Ajker Patrika

মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত 

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ২০: ৪১
মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত 

বাগেরহাটের চিতলমারীতে মোটরসাইকেলের ধাক্কায় নয়ন বৈরাগী (১২) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলার শ্রীরামপুর গ্রামের বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 

নয়ন বৈরাগী নিকুঞ্জ বৈরাগীর একমাত্র ছেলে। সে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। 
 
নয়ন বৈরাগীর চাচাতো ভাই নেপাল বৈরাগী ও মামা গৌতম বিশ্বাস জানান, আজ সোমবার বিকেল ৪টার দিকে নয়ন ফকিরহাটের বটতলা এলাকায় ঘেরের চিংড়ি মাছ বিক্রি করে বাড়ি ফিরছিল। মাহেন্দ্রা (টেম্পো) থেকে বাড়ির সামনে নামলে ডুমুরিয়া বাজারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে ৫০-৬০ হাত দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলচালক ডরপাড়া গ্রামের মো. কামাল বিশ্বাসের ছেলে মো. নোবেল বিশ্বাস (১৯) গুরুতর আহত হন।

চিতলমারী থানার পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত নয়ন বৈরাগীর মরদেহ উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত