Ajker Patrika

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, আটক ৩ জেলে কারাগারে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, আটক ৩ জেলে কারাগারে

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকারের অভিযোগে দায়ের করা মামলায় তিন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বাগেরহাট জেলা আদালতের মাধ্যমে তাদের করাগারে পাঠানো হয়। 

এর আগে সোমবার রাতে সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ি সংলগ্ন খুন্তাকোদাল খাল থেকে তাদের আটক করে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে একটি কীটনাশকের বোতল, কীটনাশক মিশ্রিত ১০ কেজি চিংড়ি মাছ, এক হাজার ৫০০ ফুট ঘন চট জাল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। 

আটক জেলেরা হলেন-বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাংগা গ্রামের আমিনুদ্দিন শেখের ছেলে মো. শহিদ আলী শেখ (৫০), একই এলাকার মো. রহমান ইজারদারের ছেলে মো. মেরাজুল ইজারদার (২৩) ও ওজরপুর গ্রামের মো. জাকির শেখের ছেলে মো. আ. রহিম শেখ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালীন সময় খুন্তাকোদাল খাল থেকে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আজ সকালে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

উল্লেখ্য, গত ৮ এপ্রিল পূর্ব সুন্দরবনে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে আরও তিন জেলেকে আটক করে জেলে পাঠানো হয়। তারাও কীটনাশক দিয়ে মাছ শিকার করছিল বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত