মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
চাঁদপুরে জাহাজে হতাহতের ঘটনায় নিহত সাতজনের মধ্যে দুজন মাগুরার মহম্মদপুর উপজেলার। তাঁরা হলেন—সজিবুল মুন্সি (২২) ও মাজেদুল ইসলাম (১৬) রয়েছেন। দুজনই তিন-দুদিন সপ্তাহ আগে কাজে যোগ দিয়েছিলেন।
মাজেদুল ইসলাম চর যশোবন্তপুর গ্রামের আনিচুর রহমানের ছেলে। আনিচুর রহমান পেশায় রিকশাচালক। ঝামা বরকাতুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের অভাবের কারণে মাত্র ১১ দিন আগে জাহাজে লস্করের চাকরিতে যোগ দেয়। কিন্তু চাকরির নয় দিনের মাথায় এ হত্যাকাণ্ড ঘটল।
নিহত দুজনের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের সমবেদনা জানাতে তাঁদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসছেন বাড়িতে।
মাজেদুল ইসলামের বাবা আনিচুর রহমান বলেন, ‘আমার মনি মাদ্রাসায় নাইনে পড়ত। এলাকার একজনের কথায় জাহাজে চাকরিতে পাঠাতে রাজি হয়। এখন তো আমার মনিকে হারিয়ে ফেললাম।’
মাজেদুল ইসলামের মা মুক্তি বেগম বলেন, ‘মাজেদুল কইছিল মা, মাদ্রাসা বন্ধ দেছে। এই বন্ধের সময় বসে না থাহে জাহাজে যাই। কিছু টাকা হবে। আমার মনি ওই যে গিলো, আর আলো না। ফোন দিছি বন্ধ কয়। আমার ছেলেরে হত্যার বিচার চাই।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এ হত্যাকাণ্ডের খবর শোনার পরে তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।’
চাঁদপুরে জাহাজে হতাহতের ঘটনায় নিহত সাতজনের মধ্যে দুজন মাগুরার মহম্মদপুর উপজেলার। তাঁরা হলেন—সজিবুল মুন্সি (২২) ও মাজেদুল ইসলাম (১৬) রয়েছেন। দুজনই তিন-দুদিন সপ্তাহ আগে কাজে যোগ দিয়েছিলেন।
মাজেদুল ইসলাম চর যশোবন্তপুর গ্রামের আনিচুর রহমানের ছেলে। আনিচুর রহমান পেশায় রিকশাচালক। ঝামা বরকাতুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের অভাবের কারণে মাত্র ১১ দিন আগে জাহাজে লস্করের চাকরিতে যোগ দেয়। কিন্তু চাকরির নয় দিনের মাথায় এ হত্যাকাণ্ড ঘটল।
নিহত দুজনের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের সমবেদনা জানাতে তাঁদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসছেন বাড়িতে।
মাজেদুল ইসলামের বাবা আনিচুর রহমান বলেন, ‘আমার মনি মাদ্রাসায় নাইনে পড়ত। এলাকার একজনের কথায় জাহাজে চাকরিতে পাঠাতে রাজি হয়। এখন তো আমার মনিকে হারিয়ে ফেললাম।’
মাজেদুল ইসলামের মা মুক্তি বেগম বলেন, ‘মাজেদুল কইছিল মা, মাদ্রাসা বন্ধ দেছে। এই বন্ধের সময় বসে না থাহে জাহাজে যাই। কিছু টাকা হবে। আমার মনি ওই যে গিলো, আর আলো না। ফোন দিছি বন্ধ কয়। আমার ছেলেরে হত্যার বিচার চাই।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এ হত্যাকাণ্ডের খবর শোনার পরে তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।’
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ৮ মাস আগে। সে লক্ষ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু ৮ মাস যেতে না যেতেই অবৈধ দখলদারেরা আবার সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে জমিতে ফের স্থাপনা নির্মাণ করছেন দখলদারেরা। ফলে পার্কিং নির্মাণের উদ্যোগ ভেস্তে যেতে
১ মিনিট আগেআকারে খুবই ছোট, নরম দেহ। গায়ে সাদা মোমের মতো স্তর। দেখতে চিনির দানার মতো। তাই কৃষকেরা এই পোকার নাম দিয়েছেন ‘চিনিপোকা’। এরা পানগাছের পাতা, কাণ্ড ও ডগায় দলবেঁধে থাকে। রস চুষে খায়। ফলে পাতায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তামাটে দাগ দেখা দেয়। কোনোভাবেই পানবরজের এ রোগ দমন করতে পারছেন না রাজশাহীর চাষিরা।
৪ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দলে দলে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের কোনো না কোনো পথ দিয়ে প্রতিদিনই ৩০-৪০ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে। ঢুকে পড়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরের বিভিন্ন শেল্টার ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে রয়েছে
৩০ মিনিট আগেবরগুনার তালতলীতে বনের গাছ কেটে জমি দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রকাশ্যে এসব করা হলেও চুপ রয়েছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাছ কেটে মাছের ঘের করা হচ্ছে।
৩৭ মিনিট আগে