Ajker Patrika

জীবননগরে মাঠ থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৪, ১৭: ৫০
Thumbnail image

চুয়াডাঙ্গার জীবননগরে মো. খাইরুল বাশার (৫৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পিয়ারাতলার জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পেছনের মাঠে এ ঘটনা ঘটে। 

মো. খাইরুল বাশার জীবননগর উপজেলার পিয়ারাতলা এলাকার মৃত আব্দুর রহিম মণ্ডলের ছেলে। 

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাঁর গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে খায়রুল বাশার বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাড়িতে ফেরেননি। আজ মঙ্গলবার দুপুরে জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পেছনের মাঠে স্থানীয় বাসিন্দারা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 

স্থানীয় বাসিন্দারা আরও জানান, খাইরুল বাশার মাদকাসক্ত ছিলেন। গতকাল রাতে অতিরিক্ত নেশা করে থাকতে পারেন। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন। পরে জীবননগর থানা-পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গার সদর হাসপাতালে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত