Ajker Patrika

মোরেলগঞ্জে স্কুলছাত্র লিমন হত্যার বিচারের দাবি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩০
মোরেলগঞ্জে স্কুলছাত্র লিমন হত্যার বিচারের দাবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নে স্কুলছাত্র লিমন হত্যার বিচার ও প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জের কালিকাবাড়ী এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে শুধু লিমনের প্রতিবেশী ইমরান কাজী নন, তাঁর বাবা জহুরুল কাজী, মা তাসলিমা বেগম ও কাওসার কাজীও জড়িত। কিন্তু পুলিশ তাঁদের গ্রেপ্তার করেনি। শুধু ইমরান কাজীকে আসামি দেখিয়ে গ্রেপ্তার করেছে। 

বক্তারা আরও বলেন, ‘বর্তমানে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ইমরানসহ তাঁর পরিবারের সদস্যরা লিমনের পরিবারকে নানা হুমকি দিয়ে আসছেন। থানা-পুলিশ অনৈতিক সুবিধা নিয়ে এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তাই দ্রুত লিমন হত্যার বিচার এবং প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ 

মানববন্ধনে উপস্থিত ছিলেন লিমনের বাবা মো. এনামুল মোল্লা, মা রিমা বেগম, সহপাঠী, স্কুলের শিক্ষক, জনপ্রতিনিধিসহ স্থানীয়রা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত