কুমারখালী (কুষ্টিয়া), প্রতিনিধি
কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আরপাড়া গ্রামের বাসিন্দা জব্বার শেখ (৭০)। স্বামী-স্ত্রী দুজনের সংসার। ভাগ্যের নির্মম পরিহাসে এই বয়সে ভ্যান চালিয়ে জীবিকার্জন করেন তিনি। কিন্তু দুঃখের বিষয় উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে তাঁর। একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। হারিয়ে যাওয়া ভ্যানটি ফিরে পেতে প্রতিদিন সকালে থানা চত্বরে বসে থাকেন তিনি।
আজ সকাল পৌনে ১১টায় থানা চত্বরে গিয়ে দেখা যায়, থানার পানির ফোয়ারার সামনে বসে আছেন জব্বার শেখ। তাঁর চোখে মুখে হতাশার ছাপ।
ভ্যান চুরির বিষয়ে তিনি বলেন, ' বাপরে! মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। আয় করার একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি গত পরশু চুরি হয়ে গেছে। ভ্যানটি দুই বছর আগে শক্তি সমবায় সমিতি থেকে লোন (ঋণ) করে কিনেছিলাম। ভ্যানের জন্য প্রতি সপ্তাহে বারো শ টাকা করে কিস্তি দিতে হয়। থানায় জিডি করেছি, প্রতিদিন ভ্যানের জন্য ঘুরছি কিন্তু ভ্যান পাচ্ছি না। এখন খাব কি, কিস্তি দেব ক্যাম্বো (কীভাবে)। কিছু বুঝছি না।'
তিনি আরও বলেন, ' সংসারে আমি আর আমার স্ত্রী। আমাদের দুই ছেলে ও দুই মেয়ে। তাঁদের বিয়ে হয়ে গেছে। এক সময় সন্তানেরা খাওয়ার খরচপাতি দিত। কিন্তু বছর দু-এক হল ছেলে-মেয়েরা আর কিছু দেয় না। তাই লোন তুলে ভ্যান কিনে স্বামী-স্ত্রী কোনোমতে বেঁচে আছি। তবে পরশু ভ্যান হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন কি করব কিছুই মাথায় আসছে না।'
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত সোমবার আনুমানিক সকাল ৮টা ৫০ মিনিটের দিকে জব্বার শেখ পৌর তহবাজারের এক নম্বর গেটে যান। সেখানে তিনি ব্যাটারিচালিত ভ্যানটি রেখে বাজারের ভেতরে প্রবেশ করেন। এরপর ১০ মিনিট পরে ফিরে এসে তিনি তাঁর ভ্যানটি খুঁজে পাননি। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে ভ্যানটি না পাওয়ায় থানায় একটি জিডি (নম্বর ১১৬৪) করেছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ভ্যান চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আরপাড়া গ্রামের বাসিন্দা জব্বার শেখ (৭০)। স্বামী-স্ত্রী দুজনের সংসার। ভাগ্যের নির্মম পরিহাসে এই বয়সে ভ্যান চালিয়ে জীবিকার্জন করেন তিনি। কিন্তু দুঃখের বিষয় উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে তাঁর। একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। হারিয়ে যাওয়া ভ্যানটি ফিরে পেতে প্রতিদিন সকালে থানা চত্বরে বসে থাকেন তিনি।
আজ সকাল পৌনে ১১টায় থানা চত্বরে গিয়ে দেখা যায়, থানার পানির ফোয়ারার সামনে বসে আছেন জব্বার শেখ। তাঁর চোখে মুখে হতাশার ছাপ।
ভ্যান চুরির বিষয়ে তিনি বলেন, ' বাপরে! মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। আয় করার একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি গত পরশু চুরি হয়ে গেছে। ভ্যানটি দুই বছর আগে শক্তি সমবায় সমিতি থেকে লোন (ঋণ) করে কিনেছিলাম। ভ্যানের জন্য প্রতি সপ্তাহে বারো শ টাকা করে কিস্তি দিতে হয়। থানায় জিডি করেছি, প্রতিদিন ভ্যানের জন্য ঘুরছি কিন্তু ভ্যান পাচ্ছি না। এখন খাব কি, কিস্তি দেব ক্যাম্বো (কীভাবে)। কিছু বুঝছি না।'
তিনি আরও বলেন, ' সংসারে আমি আর আমার স্ত্রী। আমাদের দুই ছেলে ও দুই মেয়ে। তাঁদের বিয়ে হয়ে গেছে। এক সময় সন্তানেরা খাওয়ার খরচপাতি দিত। কিন্তু বছর দু-এক হল ছেলে-মেয়েরা আর কিছু দেয় না। তাই লোন তুলে ভ্যান কিনে স্বামী-স্ত্রী কোনোমতে বেঁচে আছি। তবে পরশু ভ্যান হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন কি করব কিছুই মাথায় আসছে না।'
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত সোমবার আনুমানিক সকাল ৮টা ৫০ মিনিটের দিকে জব্বার শেখ পৌর তহবাজারের এক নম্বর গেটে যান। সেখানে তিনি ব্যাটারিচালিত ভ্যানটি রেখে বাজারের ভেতরে প্রবেশ করেন। এরপর ১০ মিনিট পরে ফিরে এসে তিনি তাঁর ভ্যানটি খুঁজে পাননি। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে ভ্যানটি না পাওয়ায় থানায় একটি জিডি (নম্বর ১১৬৪) করেছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ভ্যান চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৩ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৩ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৩ ঘণ্টা আগে