বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ বেইলি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে একটি বাস আটকে গেছে। আজ বুধবার বেলা ২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ১১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুপাশে আটকে রয়েছে প্রায় ৬০টি বাস। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী জিএমএস পরিবহনের একটি বাস সেতুর রেলিংয়ে আটকে যায়। ঘটনার পরপরই চালক ও চালকের সহযোগী পালিয়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বাসের ধাক্কায় রেলিং ও বেইলি সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। পথচারী, যানবাহনের চালক, দূরপাল্লার যাত্রী ও স্থানীয়রা ভোগান্তিতে পড়েছেন। ঘটনার পর থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ঈদযাত্রার ৬০টি বাস আটকে রয়েছে। এতে ঈদযাত্রার কমপক্ষে ৩ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে। অনেকে ফিরে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে সড়ক বিভাগ বলছে, বাসটি উদ্ধারের জন্য পুলিশের র্যাকার ভ্যান পাঠানো হচ্ছে। বাসটি উদ্ধারের পরে সেতুর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে আপাতত যান চলাচল স্বাভাবিক হবে না বলে ধারণা সড়ক বিভাগের।
শরণখোলা থেকে ঢাকাগামী যাত্রী মইনুল ইসলাম বলেন, ‘সকাল থেকে সেতুর এখানে বসে আছি। কখন যে ঠিক হবে জানি না। আজকে হয়তো আর যেতে পারব না।’
পথচারী রবিউল ইসলাম বলেন, ‘রাত ৩টা থেকে যান চলাচল বন্ধ। সেতুর দুপাশে অনেক গাড়ি জমে গেছে। তবে বাইসাইকেল ও ভ্যান ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে।’
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক সুলতান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় এ জন্য আমরা চেষ্টা করছি। সড়ক বিভাগ, পুলিশ, বাসের শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যাত্রী ও স্থানীয়দের ভোগান্তি কমাতে আমরা চেষ্টা করছি।’
বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ বেইলি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে একটি বাস আটকে গেছে। আজ বুধবার বেলা ২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ১১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুপাশে আটকে রয়েছে প্রায় ৬০টি বাস। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী জিএমএস পরিবহনের একটি বাস সেতুর রেলিংয়ে আটকে যায়। ঘটনার পরপরই চালক ও চালকের সহযোগী পালিয়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বাসের ধাক্কায় রেলিং ও বেইলি সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। পথচারী, যানবাহনের চালক, দূরপাল্লার যাত্রী ও স্থানীয়রা ভোগান্তিতে পড়েছেন। ঘটনার পর থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ঈদযাত্রার ৬০টি বাস আটকে রয়েছে। এতে ঈদযাত্রার কমপক্ষে ৩ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে। অনেকে ফিরে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে সড়ক বিভাগ বলছে, বাসটি উদ্ধারের জন্য পুলিশের র্যাকার ভ্যান পাঠানো হচ্ছে। বাসটি উদ্ধারের পরে সেতুর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে আপাতত যান চলাচল স্বাভাবিক হবে না বলে ধারণা সড়ক বিভাগের।
শরণখোলা থেকে ঢাকাগামী যাত্রী মইনুল ইসলাম বলেন, ‘সকাল থেকে সেতুর এখানে বসে আছি। কখন যে ঠিক হবে জানি না। আজকে হয়তো আর যেতে পারব না।’
পথচারী রবিউল ইসলাম বলেন, ‘রাত ৩টা থেকে যান চলাচল বন্ধ। সেতুর দুপাশে অনেক গাড়ি জমে গেছে। তবে বাইসাইকেল ও ভ্যান ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে।’
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক সুলতান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় এ জন্য আমরা চেষ্টা করছি। সড়ক বিভাগ, পুলিশ, বাসের শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যাত্রী ও স্থানীয়দের ভোগান্তি কমাতে আমরা চেষ্টা করছি।’
রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
৯ মিনিট আগে২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
৪০ মিনিট আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে