Ajker Patrika

চিংড়িতে জেলি পুশের দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৫: ৪৪
চিংড়িতে জেলি পুশের দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

সাতক্ষীরার কালীগঞ্জে চিংড়িতে জেলি পুশের দায়ে তপন মণ্ডল (৩২) নামের এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ২৫ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত তপন মণ্ডল উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত পরিমল মণ্ডলের ছেলে।

আজ বুধবার‍ দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এই সাজা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।

ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে এক চিংড়ি ব্যবসায়ীকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা চিংড়ি আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত