Ajker Patrika

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি শুরু হবে কাল

বেনাপোল (যশোর) প্রতিনিধি
Thumbnail image

ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচন শেষে বেনাপোল বন্দর দিয়ে আগামীকাল সোমবার থেকে শুরু হবে আমদানি-রপ্তানি বাণিজ্য। আজ রোববার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। 

জানা যায়, বেনাপোলের বিপরীতে ভারতে বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন ছিল আজ। নির্বাচনের কারণে ভারতে সরকারি ছুটি থাকায় ও নিরাপত্তার স্বার্থে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশন এ ব্যবস্থা নিয়েছে। 

অপরদিকে, বাণিজ্য বন্ধ থাকায় উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। আগামীকাল সকাল থেকে বাণিজ্য শুরু হলে পণ্যজট কমতে শুরু করবে। 

পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পৌরসভা নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাক চালকেরা তাঁদের ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় গিয়েছিলেন। তাই আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আগামীকাল সকাল থেকে আবার স্বাভাবিকভাবে কার্যক্রম চলবে। 

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ব্যবসায়ীরা যাতে তাঁদের পণ্য দ্রুত খালাস করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত