যশোরের মনিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩১২ বস্তা চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। চাল পরিবেশকের অভিযোগ, আজ মঙ্গলবার সকালে তাঁর গুদাম থেকে চেয়ারম্যানের লোকজন আলমসাধু ও ইঞ্জিন ভ্যানে করে ৫০ কেজির ৩১২ বস্তা চাল নিয়ে গেছেন।
চাল পরিবেশক মনিরুজ্জামানের ছেলে সাগরের অভিযোগ, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলাউদ্দিনের লোকজন গুদাম থেকে চাল সরিয়ে নেওয়ার পর তিনি উপজেলা খাদ্য অফিস ও পুলিশকে ঘটনা জানিয়েও প্রতিকার পাননি।
উপজেলার ঝাঁপা বাজারের সাগর বলেন, ‘বাজারে একটি ঘর ভাড়া নিয়ে খাদ্যবান্ধব চাল বিক্রি করতাম। সেখানে নিরাপত্তাবোধ না করায় গতকাল সোমবার অক্টোবর মাসের চাল সরকারি গুদাম থেকে তুলে আমার বাড়ির পাশের একটি গুদামঘরে রেখেছি। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে চাল বিক্রি করতে উপকারভোগীদের খবর দেওয়া হয়েছিল। সকালে কার্ডধারীরা চাল নিতে আসার আগেই আলাউদ্দিন চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে গুদামের তালা ভেঙে ভ্যান ও আলমসাধু বোঝাই করে চাল নিয়ে গেছেন।’
চাল পরিবেশক সাগর আরও বলেন, ‘আলাউদ্দিন চেয়ারম্যানকে ম্যানেজ করে গত সেপ্টেম্বর মাসের চাল ঝাঁপা বাজারের আমাদের ঘরে রেখে বিতরণ করেছিলাম। এখন তাঁর লোকজন আমাদের সেই গুদাম ঘরটি দখলে নিয়েছেন। এ জন্য খাদ্য অফিসের পরামর্শে এবারের চাল তুলে ঝাঁপা বাজার থেকে এক কিলোমিটার দূরে আমার বাড়ির পাশের রাস্তার মোড়ের একটি ঘরে রেখেছিলাম।’
সাগর অভিযোগ করেন, ‘চাল নিয়ে যাওয়ার খবর উপজেলা খাদ্য কর্মকর্তা ও থানার ওসিকে ফোন করে জানালেও কেউ আসেননি। ইউএনওকে বারবার ফোন দিলেও তিনি ধরেননি।’
অভিযোগের বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, ‘চাল তুলে ডিলার খারাপ উদ্দেশ্যে নিজের বাড়িতে রেখেছিলেন। আজ সকালে ইউনিয়নের বহু মানুষ জড়ো হয়েছিল সেখানে। আমরা বলেছি, চাল এখানে রাখা যাবে না। ঝাঁপা বাজারের আগের সেই ঘরে নিয়ে এসো। আমরা সঙ্গে থেকে শান্তিপূর্ণভাবে চাল বিতরণ করব। সেই হিসেবে গ্রামের সাধারণ মানুষ চাল ডিলারের বাড়ি থেকে সরিয়ে এনে ঝাঁপা বাজারের ঘরে রেখেছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগের লোক চাল পেয়েছে। জামায়াত-বিএনপির কাউকে দেয়নি। আমরা বলেছি, সেটা আর হবে না। এ জন্য চাল ঝাঁপা বাজারে এনে রাখা হয়েছে। আমরা ইউএনওর সঙ্গে কথা বলে চাল বিতরণ করব।’
মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘আমরা নির্দেশনা দিয়েছিলাম ডিলার নিরাপত্তাহীনতা বোধ করলে তিনি নিজের হেফাজতে রেখে চাল বিতরণ করতে পারবেন। সেই হিসেবে ঝাঁপা বাজারের ডিলার চাল তুলেছিলেন। সকালে ডিলার চাল ছিনিয়ে নেওয়ার বিষয়টি ফোনে জানিয়েছেন। বিষয়টি জানাতে আমি ইউএনওকে ফোন করেছি। তিনি রিসিভ করেননি।’
এ বিষয়ে জানতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মেহেদী মাসুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে।’
যশোরের মনিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩১২ বস্তা চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। চাল পরিবেশকের অভিযোগ, আজ মঙ্গলবার সকালে তাঁর গুদাম থেকে চেয়ারম্যানের লোকজন আলমসাধু ও ইঞ্জিন ভ্যানে করে ৫০ কেজির ৩১২ বস্তা চাল নিয়ে গেছেন।
চাল পরিবেশক মনিরুজ্জামানের ছেলে সাগরের অভিযোগ, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলাউদ্দিনের লোকজন গুদাম থেকে চাল সরিয়ে নেওয়ার পর তিনি উপজেলা খাদ্য অফিস ও পুলিশকে ঘটনা জানিয়েও প্রতিকার পাননি।
উপজেলার ঝাঁপা বাজারের সাগর বলেন, ‘বাজারে একটি ঘর ভাড়া নিয়ে খাদ্যবান্ধব চাল বিক্রি করতাম। সেখানে নিরাপত্তাবোধ না করায় গতকাল সোমবার অক্টোবর মাসের চাল সরকারি গুদাম থেকে তুলে আমার বাড়ির পাশের একটি গুদামঘরে রেখেছি। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে চাল বিক্রি করতে উপকারভোগীদের খবর দেওয়া হয়েছিল। সকালে কার্ডধারীরা চাল নিতে আসার আগেই আলাউদ্দিন চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে গুদামের তালা ভেঙে ভ্যান ও আলমসাধু বোঝাই করে চাল নিয়ে গেছেন।’
চাল পরিবেশক সাগর আরও বলেন, ‘আলাউদ্দিন চেয়ারম্যানকে ম্যানেজ করে গত সেপ্টেম্বর মাসের চাল ঝাঁপা বাজারের আমাদের ঘরে রেখে বিতরণ করেছিলাম। এখন তাঁর লোকজন আমাদের সেই গুদাম ঘরটি দখলে নিয়েছেন। এ জন্য খাদ্য অফিসের পরামর্শে এবারের চাল তুলে ঝাঁপা বাজার থেকে এক কিলোমিটার দূরে আমার বাড়ির পাশের রাস্তার মোড়ের একটি ঘরে রেখেছিলাম।’
সাগর অভিযোগ করেন, ‘চাল নিয়ে যাওয়ার খবর উপজেলা খাদ্য কর্মকর্তা ও থানার ওসিকে ফোন করে জানালেও কেউ আসেননি। ইউএনওকে বারবার ফোন দিলেও তিনি ধরেননি।’
অভিযোগের বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, ‘চাল তুলে ডিলার খারাপ উদ্দেশ্যে নিজের বাড়িতে রেখেছিলেন। আজ সকালে ইউনিয়নের বহু মানুষ জড়ো হয়েছিল সেখানে। আমরা বলেছি, চাল এখানে রাখা যাবে না। ঝাঁপা বাজারের আগের সেই ঘরে নিয়ে এসো। আমরা সঙ্গে থেকে শান্তিপূর্ণভাবে চাল বিতরণ করব। সেই হিসেবে গ্রামের সাধারণ মানুষ চাল ডিলারের বাড়ি থেকে সরিয়ে এনে ঝাঁপা বাজারের ঘরে রেখেছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগের লোক চাল পেয়েছে। জামায়াত-বিএনপির কাউকে দেয়নি। আমরা বলেছি, সেটা আর হবে না। এ জন্য চাল ঝাঁপা বাজারে এনে রাখা হয়েছে। আমরা ইউএনওর সঙ্গে কথা বলে চাল বিতরণ করব।’
মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘আমরা নির্দেশনা দিয়েছিলাম ডিলার নিরাপত্তাহীনতা বোধ করলে তিনি নিজের হেফাজতে রেখে চাল বিতরণ করতে পারবেন। সেই হিসেবে ঝাঁপা বাজারের ডিলার চাল তুলেছিলেন। সকালে ডিলার চাল ছিনিয়ে নেওয়ার বিষয়টি ফোনে জানিয়েছেন। বিষয়টি জানাতে আমি ইউএনওকে ফোন করেছি। তিনি রিসিভ করেননি।’
এ বিষয়ে জানতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মেহেদী মাসুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে।’
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দলে দলে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের কোনো না কোনো পথ দিয়ে প্রতিদিনই ৩০-৪০ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে। ঢুকে পড়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরের বিভিন্ন শেল্টার ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে রয়েছে
১৭ মিনিট আগেবরগুনার তালতলীতে বনের গাছ কেটে জমি দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রকাশ্যে এসব করা হলেও চুপ রয়েছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাছ কেটে মাছের ঘের করা হচ্ছে।
২৩ মিনিট আগেঐতিহ্যবাহী বেইলি রোড ছেড়ে সাম্প্রতিক সময়ে ঢাকার নাট্যচর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা। এর তিনটি হলে নিয়মিত নাট্যচর্চা হয়ে আসছিল বেশ কয়েক বছর ধরে। একে উপলক্ষ করে নাট্যকর্মীদের আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠত শিল্পকলা চত্বর। কিন্তু ৫ আগস্টের অভ্যুত্থানে রাজনৈতিক
২৮ মিনিট আগেরাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় তাঁদের হত্যা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে