Ajker Patrika

মনিরামপুরে আগুনে পুড়েছে দেড় বিঘা জমির সরিষা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
পুড়ে গেছে দেড় বিঘা জমির সরিষা। ছবি: সংগৃহীত
পুড়ে গেছে দেড় বিঘা জমির সরিষা। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে খোরশেদ আলম নামের এক কৃষকের দেড় বিঘা জমির অন্তত ১০ মণ সরিষা পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সোহরাব মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

কে বা কারা কৃষকের এই ক্ষতি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, মাদকসেবীরা মাঠে মাদক সেবন করতে গিয়ে নেশার ঘোরে সরিষার স্তূপে আগুন দিয়েছে।

প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র মুরাদ হোসেন বলে, ‘গতকাল শনিবার সোহরাব মোড়ের ব্যবসায়ীরা সুন্দরবনে বনভোজনে যান। খোরশেদ আলমও দোকানিদের সঙ্গে সুন্দরবনে গিয়েছিলেন। রাতে আমরা মোড়ে ছিলাম। হঠাৎ উত্তর দিকে মাঠে আগুন জ্বলতে দেখা যায়। দৌড়ে মোড়ের সবাই এগিয়ে গিয়ে দেখি, খোরশেদ আলমের সরিষার স্তূপ পুড়ছে। তখন কয়েকজন এগিয়ে গিয়ে চার-পাঁচ কাঠা জমির ফসল রক্ষা করতে পেরেছে।’

ভুক্তভোগী খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান বেগম বলেন, ‘চার দিন ধরে ২০ জন শ্রমিক নিয়ে দেড় বিঘা জমির পাকা সরিষা তুলে মাঠে স্তূপ করে রেখেছি। আজ সকালে সরিষা ঝাড়ার কথা ছিল। তার আগেই আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল।’

পুড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া সরিষা। ছবি: সংগৃহীত
পুড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া সরিষা। ছবি: সংগৃহীত

নুরজাহান বেগম আরও বলেন, ‘মাঠে আরও অনেকের সরিষা স্তূপ করা আছে। কারও কোনো ক্ষতি হলো না। আমাদের কোনো শত্রু নেই। ধারণা হচ্ছে, মাঠে নেশা করতে এসে কেউ শত্রুতা করে সরিষার স্তূপে আগুন দিয়েছে।’

দেড় বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার চাষ করা হয়েছিল। ফলন খুব ভালো হয়েছিল। আগুন লেগে অন্তত ১০ মণ সরিষা পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত