কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার শাকবাড়ীয়া নদীপারের বাসিন্দা কামরুল ইসলাম। সুন্দরবন থেকে মাছ শিকার করে চলে তাঁর পরিবার। দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞায় মাছ শিকারে প্রবেশ করতে পারেননি সুন্দরবনে। অর্ধাহারে দিন কাটে তাঁর পরিবারের। ঋণগ্রস্তও হয়ে পড়েন। গত শুক্রবার থেকে সুন্দরবনের দ্বার খুললেও বন বিভাগের দেওয়া নতুন শর্তে কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, এত দিন সুন্দরবনে নিষেধাজ্ঞা থাকায় পরিবার নিয়ে অর্ধাহারে তাঁদের দিন কেটেছে। প্রত্যেকের ঋণের বোঝাও বেড়েছে। এখন আবার বন বিভাগ নতুন নির্দেশনা দিয়েছে, নির্ধারিত খালের বাইরে মাছ ও কাঁকড়া ধরা যাবে না। এভাবে চললে বেশি মাছও ধরা যাবে না, ধারদেনাও শোধ করতে পারবেন না তাঁরা।
বন বিভাগের পক্ষ থেকে জেলেদের অনুমতিপত্র নবায়ন করার ক্ষেত্রে নির্দিষ্ট খালের নাম উল্লেখসহ বেশ কয়েকটি নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে শুধু জেলে কামরুল নয়, বন বিভাগের নতুন শর্তে অস্বস্তিতে পড়েছেন সুন্দরবন উপকূলের কয়েক হাজার জেলে ও বাওয়ালি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে বিষ-দস্যুতা নিয়ন্ত্রণে খুলনা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে সুন্দরবনের প্রতিটি ফরেস্ট স্টেশনকে জেলেদের অনুমতিপত্র দেওয়ার ক্ষেত্রে কয়েকটি নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে। এগুলোর মধ্যে হচ্ছে জেলেদের অনুমতিপত্রে মাছ ধরার নির্দিষ্ট খালের নাম লিখে দিতে হবে। অনুমতিপত্রের মেয়াদ অনুযায়ী জেলেরা টানা সাত দিন একই খালে অবস্থান করবেন। অন্য কোথাও মাছ ধরতে যাওয়া যাবে না।
এ ছাড়া সুন্দরবনে অবস্থানকারী জেলেদের তালিকা বনরক্ষীদের ক্যাম্প কর্মকর্তার কাছেও থাকবে। বনরক্ষীরা তালিকা অনুযায়ী প্রতিটি খালে টহল দিয়ে জেলেদের নৌকা যাচাই করে দেখবেন। নির্দেশনা না মানলে জরিমানাসহ অনুমতিপত্র বাতিলের বিষয়টিও রয়েছে ওই নির্দেশনায়।
গতকাল শনিবার সরেজমিন দেখা গেছে, সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে জেলেরা কেউ মাছ ধরার জাল টেনে নৌকায় তুলছেন। কেউবা নৌকার সামনের অংশে বরফ আর প্রয়োজনীয় বাজার রেখে প্রস্তুতি নিচ্ছেন সুন্দরবন যাত্রার। কেউ অনুমতিপত্র (পাস) না পেয়ে বন বিভাগের কার্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করছেন। আবার কেউবা অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে মাছ ধরার উদ্দেশে রওনা দিচ্ছেন। তবে সব জেলের মন খারাপ।
জেলেরা জানান, এবার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন থেকে অনুমতিপত্র নেওয়া জেলেরা ওই স্টেশনের অধীন সুন্দরবনের বাইরের খালে মাছ ধরতে পারবেন না। জেলেদের অনুমতিপত্রে এবারই প্রথম নির্দিষ্ট করে খালের নাম উল্লেখ করে দেওয়া হচ্ছে। অথচ বিগত বছরগুলোয় অনুমতিপত্র যেখানেরই হোক, অভয়ারণ্য বাদে সুন্দরবনের যেকোনো খালে মাছ শিকার করা যেত। নির্দিষ্ট খালে মাছ ধরার এই নির্দেশনায় জেলেদের মুখ মলিন হয়ে গেছে। পর্যাপ্ত মাছ পাওয়া নিয়ে তাঁরা শঙ্কায় রয়েছেন।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে নদীতে বেঁধে রাখা নৌকার পাটাতন সংস্কার করছিলেন জেলে আবু মুসা। তিনি বলেন, ‘এই স্টেশন থেকে অনুমতিপত্র নিয়েছেন ৯ শতাধিক জেলে। অথচ এখানে নদী ও খালের সংখ্যা কম। এখন যদি বাইরে কোথাও মাছ না ধরতে দেয়, তাহলে এক জায়গায় একাধিক জেলে মাছ ধরলে মাছ পাবেন না। আমরা বড্ড বিপদে পড়েছি। তবু জীবিকার তাগিদে বনে যাচ্ছি, দেখি কী হয়।’
সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, ‘এই স্টেশনের আওতায় ৯৪৩টি নৌকার অনুমতিপত্র রয়েছে। এত দিন সুন্দরবনকেন্দ্রিক একটি মহাজন সিন্ডিকেটের মাধ্যমে জেলেরা এক স্টেশন থেকে পাস নিয়ে অন্য স্টেশনের আওতাধীন বনের নিষিদ্ধ এলাকা অভয়ারণ্যে চলে যেতেন। খাল নির্দিষ্ট করে দেওয়ায় তাঁরা আর এ সুযোগ পাবেন না।’
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান বলেন, শুক্রবার থেকে সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে অনুমতিপত্র দেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত খুলনা রেঞ্জের ২৬৫টি নৌকায় অনুমতিপত্র নিয়ে ১ হাজার ৭৭৬ জন জেলে সুন্দরবনে প্রবেশ করেছেন।
খুলনার কয়রা উপজেলার শাকবাড়ীয়া নদীপারের বাসিন্দা কামরুল ইসলাম। সুন্দরবন থেকে মাছ শিকার করে চলে তাঁর পরিবার। দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞায় মাছ শিকারে প্রবেশ করতে পারেননি সুন্দরবনে। অর্ধাহারে দিন কাটে তাঁর পরিবারের। ঋণগ্রস্তও হয়ে পড়েন। গত শুক্রবার থেকে সুন্দরবনের দ্বার খুললেও বন বিভাগের দেওয়া নতুন শর্তে কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, এত দিন সুন্দরবনে নিষেধাজ্ঞা থাকায় পরিবার নিয়ে অর্ধাহারে তাঁদের দিন কেটেছে। প্রত্যেকের ঋণের বোঝাও বেড়েছে। এখন আবার বন বিভাগ নতুন নির্দেশনা দিয়েছে, নির্ধারিত খালের বাইরে মাছ ও কাঁকড়া ধরা যাবে না। এভাবে চললে বেশি মাছও ধরা যাবে না, ধারদেনাও শোধ করতে পারবেন না তাঁরা।
বন বিভাগের পক্ষ থেকে জেলেদের অনুমতিপত্র নবায়ন করার ক্ষেত্রে নির্দিষ্ট খালের নাম উল্লেখসহ বেশ কয়েকটি নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে শুধু জেলে কামরুল নয়, বন বিভাগের নতুন শর্তে অস্বস্তিতে পড়েছেন সুন্দরবন উপকূলের কয়েক হাজার জেলে ও বাওয়ালি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে বিষ-দস্যুতা নিয়ন্ত্রণে খুলনা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে সুন্দরবনের প্রতিটি ফরেস্ট স্টেশনকে জেলেদের অনুমতিপত্র দেওয়ার ক্ষেত্রে কয়েকটি নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে। এগুলোর মধ্যে হচ্ছে জেলেদের অনুমতিপত্রে মাছ ধরার নির্দিষ্ট খালের নাম লিখে দিতে হবে। অনুমতিপত্রের মেয়াদ অনুযায়ী জেলেরা টানা সাত দিন একই খালে অবস্থান করবেন। অন্য কোথাও মাছ ধরতে যাওয়া যাবে না।
এ ছাড়া সুন্দরবনে অবস্থানকারী জেলেদের তালিকা বনরক্ষীদের ক্যাম্প কর্মকর্তার কাছেও থাকবে। বনরক্ষীরা তালিকা অনুযায়ী প্রতিটি খালে টহল দিয়ে জেলেদের নৌকা যাচাই করে দেখবেন। নির্দেশনা না মানলে জরিমানাসহ অনুমতিপত্র বাতিলের বিষয়টিও রয়েছে ওই নির্দেশনায়।
গতকাল শনিবার সরেজমিন দেখা গেছে, সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে জেলেরা কেউ মাছ ধরার জাল টেনে নৌকায় তুলছেন। কেউবা নৌকার সামনের অংশে বরফ আর প্রয়োজনীয় বাজার রেখে প্রস্তুতি নিচ্ছেন সুন্দরবন যাত্রার। কেউ অনুমতিপত্র (পাস) না পেয়ে বন বিভাগের কার্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করছেন। আবার কেউবা অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে মাছ ধরার উদ্দেশে রওনা দিচ্ছেন। তবে সব জেলের মন খারাপ।
জেলেরা জানান, এবার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন থেকে অনুমতিপত্র নেওয়া জেলেরা ওই স্টেশনের অধীন সুন্দরবনের বাইরের খালে মাছ ধরতে পারবেন না। জেলেদের অনুমতিপত্রে এবারই প্রথম নির্দিষ্ট করে খালের নাম উল্লেখ করে দেওয়া হচ্ছে। অথচ বিগত বছরগুলোয় অনুমতিপত্র যেখানেরই হোক, অভয়ারণ্য বাদে সুন্দরবনের যেকোনো খালে মাছ শিকার করা যেত। নির্দিষ্ট খালে মাছ ধরার এই নির্দেশনায় জেলেদের মুখ মলিন হয়ে গেছে। পর্যাপ্ত মাছ পাওয়া নিয়ে তাঁরা শঙ্কায় রয়েছেন।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে নদীতে বেঁধে রাখা নৌকার পাটাতন সংস্কার করছিলেন জেলে আবু মুসা। তিনি বলেন, ‘এই স্টেশন থেকে অনুমতিপত্র নিয়েছেন ৯ শতাধিক জেলে। অথচ এখানে নদী ও খালের সংখ্যা কম। এখন যদি বাইরে কোথাও মাছ না ধরতে দেয়, তাহলে এক জায়গায় একাধিক জেলে মাছ ধরলে মাছ পাবেন না। আমরা বড্ড বিপদে পড়েছি। তবু জীবিকার তাগিদে বনে যাচ্ছি, দেখি কী হয়।’
সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, ‘এই স্টেশনের আওতায় ৯৪৩টি নৌকার অনুমতিপত্র রয়েছে। এত দিন সুন্দরবনকেন্দ্রিক একটি মহাজন সিন্ডিকেটের মাধ্যমে জেলেরা এক স্টেশন থেকে পাস নিয়ে অন্য স্টেশনের আওতাধীন বনের নিষিদ্ধ এলাকা অভয়ারণ্যে চলে যেতেন। খাল নির্দিষ্ট করে দেওয়ায় তাঁরা আর এ সুযোগ পাবেন না।’
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান বলেন, শুক্রবার থেকে সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে অনুমতিপত্র দেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত খুলনা রেঞ্জের ২৬৫টি নৌকায় অনুমতিপত্র নিয়ে ১ হাজার ৭৭৬ জন জেলে সুন্দরবনে প্রবেশ করেছেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৩ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৩ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৩ ঘণ্টা আগে