Ajker Patrika

চুয়াডাঙ্গায় আন্দোলনকারীদের ওপর হামলা, টোটন জোয়ার্দ্দার-অনিকসহ ৫৬ জনের নামে মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১০: ৫৭
Thumbnail image

চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ ৫৬ জনের নাম উল্লেখ ও ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর এলাকার কোলনিপাড়ার শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কোর্ট মোড় ও কাঠপট্টি এলাকায় জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছিল। এ সময় দেশীয় অস্ত্র রাম দা, হাতকুড়াল, হকিস্টিক ও ককটেল দিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালানো হয়। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের নির্দেশে অন্য আসামিরা নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর এ হামলা করে। এ সময় ছাত্র-ছাত্রীদের এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করে গুরুতর জখম করা হয়। 

অভিযোগে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ককটেল বিস্ফোরণ করা হয় বলেও জানানো হয়। 

ওই মামলার আসামিদের মধ্যে আছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন (৬০), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক জোয়ার্দার (৩৫), সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ (২৮), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকী (৩২), জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা (৪৫),  শরিফ হোসেন দুলু (৪৫), যুবলীগ নেতা কামরুজ্জামান (চাঁদ) (৪০), স্বেচ্ছাসেবক লীগ নেতা তাপু (৩০), সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু (২৭) প্রমুখ।

সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার মৃত খাজেম উদ্দীনের ছেলে শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় মোট ৫৬ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী সদর থানার পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত