চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ ৫৬ জনের নাম উল্লেখ ও ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর এলাকার কোলনিপাড়ার শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কোর্ট মোড় ও কাঠপট্টি এলাকায় জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছিল। এ সময় দেশীয় অস্ত্র রাম দা, হাতকুড়াল, হকিস্টিক ও ককটেল দিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালানো হয়। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের নির্দেশে অন্য আসামিরা নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর এ হামলা করে। এ সময় ছাত্র-ছাত্রীদের এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করে গুরুতর জখম করা হয়।
অভিযোগে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ককটেল বিস্ফোরণ করা হয় বলেও জানানো হয়।
ওই মামলার আসামিদের মধ্যে আছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন (৬০), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক জোয়ার্দার (৩৫), সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ (২৮), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকী (৩২), জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা (৪৫), শরিফ হোসেন দুলু (৪৫), যুবলীগ নেতা কামরুজ্জামান (চাঁদ) (৪০), স্বেচ্ছাসেবক লীগ নেতা তাপু (৩০), সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু (২৭) প্রমুখ।
সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার মৃত খাজেম উদ্দীনের ছেলে শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় মোট ৫৬ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী সদর থানার পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ ৫৬ জনের নাম উল্লেখ ও ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর এলাকার কোলনিপাড়ার শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কোর্ট মোড় ও কাঠপট্টি এলাকায় জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছিল। এ সময় দেশীয় অস্ত্র রাম দা, হাতকুড়াল, হকিস্টিক ও ককটেল দিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালানো হয়। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের নির্দেশে অন্য আসামিরা নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর এ হামলা করে। এ সময় ছাত্র-ছাত্রীদের এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করে গুরুতর জখম করা হয়।
অভিযোগে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ককটেল বিস্ফোরণ করা হয় বলেও জানানো হয়।
ওই মামলার আসামিদের মধ্যে আছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন (৬০), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক জোয়ার্দার (৩৫), সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ (২৮), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকী (৩২), জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা (৪৫), শরিফ হোসেন দুলু (৪৫), যুবলীগ নেতা কামরুজ্জামান (চাঁদ) (৪০), স্বেচ্ছাসেবক লীগ নেতা তাপু (৩০), সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু (২৭) প্রমুখ।
সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার মৃত খাজেম উদ্দীনের ছেলে শাহাবুদ্দীন আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় মোট ৫৬ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী সদর থানার পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে