Ajker Patrika

মেহেরপুরে মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৭: ৩২
মেহেরপুরে মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন

মেহেরপুরে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। পাশাপাশি অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বামনপাড়ার মতি মল্লিকের ছেলে মামুন মল্লিক এবং টেংরামারী গ্রামের ইজালের ছেলে রবিউল ইসলাম।

মামলায় জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা পুলিশ সদর উপজেলার সাহেবপুর বাজার এলাকা থেকে সবজিবোঝাই একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল জব্দ করে। ওই ঘটনায় সদর থানায় একটি মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন। এতে আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। 

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষের আইনজীবী খন্দকার একরামুল হক হীরা ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম কৌঁসুলি ছিলেন উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত