চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১৫ কোটি টাকার মাদক আইস বা ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার ফুল বাজারের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই নেশাদ্রব্য উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা তথ্যপ্রযুক্তি ও বিজিবি সেল থেকে বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে, যশোর-মহেশপুর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসে করে মাদকের বড় চালান পাচার করা হবে। বাসটি যশোর থেকে দর্শনার দিকে যাবে।
এই তথ্যের ভিত্তিতে আজ বেলা ২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক ফিল্ডের ফুল বাজারের সামনে এবং আরেকটি দল মহেশপুর-জীবননগর সড়কে অবস্থান নেয়।
এ সময় টহল দলের সামনে দিয়ে শাপলা পরিবহন নামের গাড়িটি অতিক্রম করলে তারা দ্বিতীয় টহল দলকে জানায়। পরে জীবননগর ফুলের বাজারের সামনে ওই বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের ভেতরে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি কার্টুন জব্দ করা হয়। পরে জব্দকৃত কার্টুনটি থেকে ৩ দশমিক ৪ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১৫ কোটি টাকার মাদক আইস বা ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার ফুল বাজারের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই নেশাদ্রব্য উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা তথ্যপ্রযুক্তি ও বিজিবি সেল থেকে বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে, যশোর-মহেশপুর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসে করে মাদকের বড় চালান পাচার করা হবে। বাসটি যশোর থেকে দর্শনার দিকে যাবে।
এই তথ্যের ভিত্তিতে আজ বেলা ২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক ফিল্ডের ফুল বাজারের সামনে এবং আরেকটি দল মহেশপুর-জীবননগর সড়কে অবস্থান নেয়।
এ সময় টহল দলের সামনে দিয়ে শাপলা পরিবহন নামের গাড়িটি অতিক্রম করলে তারা দ্বিতীয় টহল দলকে জানায়। পরে জীবননগর ফুলের বাজারের সামনে ওই বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের ভেতরে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি কার্টুন জব্দ করা হয়। পরে জব্দকৃত কার্টুনটি থেকে ৩ দশমিক ৪ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৌর ছাত্রদলের সদস্যসচিব কাশেম পাপ্পুসহ অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চোরাই অটোরিকশার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার
৩ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিহত গৃহবধূ উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদেজা (২৩)। তিনি আত্রাইশুকা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
২৭ মিনিট আগেহবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার ওপর হামলা হয়েছে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেদেশে এখন বিনিয়োগের সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা তো এখন বিনিয়োগের সার্কাস দেখছি। যারা বিনিয়োগ বোঝে, তারা জানে বিনিয়োগ হবে না। যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে, তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত হবে।
১ ঘণ্টা আগে