Ajker Patrika

জীবননগর থেকে ১৫ কোটি টাকার মাদক উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২২: ২১
জীবননগর থেকে ১৫ কোটি টাকার মাদক উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১৫ কোটি টাকার মাদক আইস বা ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার ফুল বাজারের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই নেশাদ্রব্য উদ্ধার করা হয়। 

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা তথ্যপ্রযুক্তি ও বিজিবি সেল থেকে বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে, যশোর-মহেশপুর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসে করে মাদকের বড় চালান পাচার করা হবে। বাসটি যশোর থেকে দর্শনার দিকে যাবে। 

এই তথ্যের ভিত্তিতে আজ বেলা ২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক ফিল্ডের ফুল বাজারের সামনে এবং আরেকটি দল মহেশপুর-জীবননগর সড়কে অবস্থান নেয়।

এ সময় টহল দলের সামনে দিয়ে শাপলা পরিবহন নামের গাড়িটি অতিক্রম করলে তারা দ্বিতীয় টহল দলকে জানায়। পরে জীবননগর ফুলের বাজারের সামনে ওই বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। 

তল্লাশির সময় বাসের ভেতরে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি কার্টুন জব্দ করা হয়। পরে জব্দকৃত কার্টুনটি থেকে ৩ দশমিক ৪ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত