Ajker Patrika

নানাবাড়ি বেড়াতে এসে দেয়াল ধসে শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২০: ০০
নানাবাড়ি বেড়াতে এসে দেয়াল ধসে শিশুর মৃত্যু

শরণখোলায় নানাবাড়ি বেড়াতে এসে দেয়ালচাপায় মৃত্যু হয়েছে লিজা আক্তার (৮) নামের এক শিশুর। আজ শনিবার সকালে দুর্ঘটনা ঘটেছে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে।

নিহত লিজা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমুরবুনিয়া গ্রামের মিলন খানের মেয়ে। লিজা তার দাদির সঙ্গে কয়েক দিন আগে নানা দেলোয়ার হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে।

শিশুটির নানা দেলোয়ার হাওলাদার বলেন, সকালে তাঁর নাতনি লিজা বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে সে বাড়ির নির্মাণাধীন ভবনের দেয়াল বেয়ে ওপরে উঠতে যায়। এ সময় দেয়াল ধসে তার মাথার ওপর পড়ে। অজ্ঞান অবস্থায় তাকে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাদিয়া নওরিন বলেন, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। হাসপাতালে আনার আগেই সে মারা যায়। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, শিশুমৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত