শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত তিন শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সামলাতে চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন। প্রতিদিন ২০-২৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে আসছে।
চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধি, পানি সংকট, ইফতারে ভাজাপোড়া ও তরমুজ খেয়ে মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। স্থানীয়ভাবে অনেক রোগী চিকিৎসা নিয়েছে। অবস্থার অবনতি হলেই তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে শয্যাসংকটে অনেক রোগী বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছে। অনেকে বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নেয়।
জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোরশেদা আক্তার সুমী জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ১৫-১৬ জন রোগী। রোগী সামলাতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশফাক হোসেন বলেন, হঠাৎ হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। গত এক সপ্তাহে তিন শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাসপাতালের বহির্বিভাগে ভর্তির দ্বিগুণ রোগী চিকিৎসা ও ব্যবস্থাপত্র নিয়েছে।
আশফাক হোসেন আরও বলেন, হঠাৎ গরম বেড়ে যাওয়া, গ্রামে খাওয়ার পানির সংকট, রমজানে তৈলাক্ত ভাজাপোড়া ও অপরিপক্ব তরমুজ খেয়ে মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। রোগীদের বেশির ভাগ বয়স্ক। হাসপাতালে চিকিৎসকের সংকটের কারণে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত তিন শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সামলাতে চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন। প্রতিদিন ২০-২৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে আসছে।
চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধি, পানি সংকট, ইফতারে ভাজাপোড়া ও তরমুজ খেয়ে মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। স্থানীয়ভাবে অনেক রোগী চিকিৎসা নিয়েছে। অবস্থার অবনতি হলেই তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে শয্যাসংকটে অনেক রোগী বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছে। অনেকে বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নেয়।
জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোরশেদা আক্তার সুমী জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ১৫-১৬ জন রোগী। রোগী সামলাতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশফাক হোসেন বলেন, হঠাৎ হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। গত এক সপ্তাহে তিন শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাসপাতালের বহির্বিভাগে ভর্তির দ্বিগুণ রোগী চিকিৎসা ও ব্যবস্থাপত্র নিয়েছে।
আশফাক হোসেন আরও বলেন, হঠাৎ গরম বেড়ে যাওয়া, গ্রামে খাওয়ার পানির সংকট, রমজানে তৈলাক্ত ভাজাপোড়া ও অপরিপক্ব তরমুজ খেয়ে মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। রোগীদের বেশির ভাগ বয়স্ক। হাসপাতালে চিকিৎসকের সংকটের কারণে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
দুর্ঘটনার পর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশপাশ এলাকায় সন্ধ্যা পর্যন্ত ছিল উৎসুক জনতার ভিড়। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রবেশের মূল পথ দিয়াবাড়ি গোলচত্বরে হাজার হাজার মানুষকে ভিড় জমাতে দেখা যায়। এ ছাড়া আশপাশের বহুতল ভবনের ছাদগুলোও ছিল উৎসুক জনতায় ভরপুর।
১ মিনিট আগেলালমনিরহাটে পাঁচ মামলায় জামিনে বেরিয়ে জেলগেট থেকে ফের গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল। আজ সোমবার দুপুরে লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে যায়।
১ মিনিট আগেপ্রতিদিনকার মতো আজ সোমবার (২১ জুলাই) দুপুরেও স্কুল ছুটির পর বোনকে আনতে গিয়েছিলেন বড় ভাই তাহমিন হাসান রোহান। সেখানে গিয়ে তিনি খুঁজে পান বোনের দগ্ধ শরীর। রোহান বলছিলেন, ‘গিয়ে দেখি, স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেকক্ষণ খোঁজার পর বোনকে পাই। দেখি বোনের পুরো শরীর পুড়ে গেছে।’
১৮ মিনিট আগেআহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে প্রতিটি ট্রেনের একটি বগি সংরক্ষণ করা হয়। মেট্রোতে করে আহত ব্যক্তিদের নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে। সেখানে উপস্থিত অ্যাম্বুলেন্সে করে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৩৪ মিনিট আগে