Ajker Patrika

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১০ম শ্রেণির ছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৪: ১৫
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১০ম শ্রেণির ছাত্রের মৃত্যু

মেহেরপুরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মাদ্রাসাশিক্ষার্থী রনি (১৫) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সদর উপজেলার বসন্তপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে এবং আমঝুপি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

ইয়ারুল ইসলাম জানান, আমঝুপি দাখিল মাদ্রাসা থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে একটি মোটরসাইকেলে করে রনি ও তৌফিক মিলে দুই বন্ধু বারাদি বাজারের দিকে যাচ্ছিল। আমঝুপি এনজিও মউকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তারা দুজন আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মোটরসাইকেলের আরোহী রনির অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দুপুরে জানাজা শেষে রনিকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত