Ajker Patrika

‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকায় থাকবে তরুণ-যুবকেরা’

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকায় থাকবে তরুণ-যুবকেরা’

মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আমাদের জাতিগতভাবে ঐক্যবদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় থাকবে তরুণ-যুবকেরা বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলে তিনি। 

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘স্থানীয় সমস্যা সমাধানে আমাদের আন্তরিক হতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে মহাত্মা গান্ধী বলেছিলেন আগুনের বদলে আগুন হলে ছাই হয়ে যাবে, চোখের বদলে চোখ হলে সকলে অন্ধ হয়ে যাব। আমরা জ্বলন্ত বারুদ নিয়ে খেলতে চাই না, আমরা ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।’ 

সভায় সুজনের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত