Ajker Patrika

গরমে বাড়ছে রোগ, গাংনী হাসপাতালে রোগী বেড়ে দ্বিগুণ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ভিড়। ছবি: আজকের পত্রিকা
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে গরমে নাকাল জনজীবন। এর সঙ্গে বাড়তে শুরু করেছে বিভিন্ন রোগ। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যার তুলনায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, অন্য সময়ের তুলনায় এখন রোগী বেশি। শিশু ওয়ার্ডের মেঝে, বারান্দা-সবখানেই রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. মনিরুল ইসলাম জানান, ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে শিশুসহ মোট ১১০ রোগী ভর্তি রয়েছে। দু-তিনজন নিউমোনিয়ার রোগী আছে।

বাচ্চার চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসা মুস্তাফিজুর রহমান নামের একজন বলেন, ‘প্রচণ্ড ভ্যাপসা গরম পড়ছে। গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমার শিশু অসুস্থ। সর্দি-জ্বর নিয়ে হাসপাতালে এসেছি। বড়দের চেয়ে শিশু রোগী বেশি দেখা যাচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রোগী আসছে। অতিরিক্ত ভিড়ের কারণে টিকিটের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’

আরেক অভিভাবক মো. জুয়েল রানা বলেন, ‘আমার ছোট শিশু গরমে অসুস্থ হয়ে পড়েছে। তাই হাসপাতালে নিয়ে এসেছি। অনেকে সর্দি-জ্বর, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এখানে বেডের সংখ্যা কম কিন্তু রোগী অনেক বেশি।’

স্থানীয় পল্লিচিকিৎসক মো. কামরুল ইসলাম জানান, তাঁদের কাছেও প্রতিদিন রোগী আসছে। যাদের অধিকাংশ শিশু। বড়রাও আসছেন সর্দি-জ্বর নিয়ে।

এ নিয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী আজকের পত্রিকাকে জানান, ৫০ শয্যার হাসপাতাল ১১০ রোগী ভর্তি রয়েছে। শিশু রোগী বেশি। রোগী বেশি হওয়ায় সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে। তিনি গরমে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত