Ajker Patrika

দৌলতপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৪: ১৪
দৌলতপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় ওই শ্রমিককে উদ্ধার করতে নেমে রাজন হোসেন (৩০) নামের এক যুবকও মারা যান। এদিকে রাজনকে উদ্ধার করতে গিয়ে তাঁর ছোট ভাই মিজান হোসেন (১৮) অসুস্থ হয়ে পড়েন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

নিহতরা হলেন ওই এলাকার হারান বিশ্বাসের ছেলে লিটন হোসেন এবং ইয়ারুল হোসেনের ছেলে রাজন হোসেন। 

আহত মিজান বলেন, ‘সকালে বাড়ির পাশে মোশারফ হোসেনের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন নামের ওই শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হলে আমার ভাই উদ্ধার করতে নামে। পরে আমার ভাইয়েরও শ্বাসকষ্ট শুরু হয়। পরে আমি ভাইকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আমি এখন একটু সুস্থ।’ 

সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মিজান হোসেন। ছবি: আজকের পত্রিকামথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার কবির মিন্টু বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। 

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘আমরা এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছি।’ 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সিতে থাকা কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, মৃত অবস্থা দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার এক যুবক আহত হন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত